শিয়া-সুন্নি দ্বন্দ্বে মুসলিম বিশ্ব ভাঙনের ঝুঁকিতে : এরদোগান

Erduganমধ্যপ্রাচ্যের চলমান সুন্নি ও শিয়া দ্বন্দ্বের কারণে ইসলামী বিশ্ব অনৈক্যের ঝুঁকিতে রয়েছে বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেব এরদোগান।
চলতি সপ্তাহের শুরুতে শিয়া প্রধান দেশ ইরান সফর শেষে তুর্কি প্রেসিডেন্ট বৃহস্পতিবার সাংবাদিকদের এক ব্রিফিংয়ে এ কথা বলেন।
এরদোগান জানান, চলমান উত্তেজনা প্রশমনে ইসলামী নেতাদের সাথে সাক্ষাতের মাধ্যমে তিনি প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। তুর্কি প্রেসিডেন্ট এরদোগান নিজে একজন ধর্মপ্রাণ সুন্নি মুসলমান। তিনি মুসলিম বিশ্বের নেতা আসনে অধিষ্ঠিত হতে চান। তুর্কি দৈনিক হুরিয়েত ও সাবাহসহ অন্য আরো কয়েকটি সংবাদমাধ্যমকে এরদোগান বলেন, ‘এই মুহূর্তে ইসলামী বিশ্ব তীব্র ভাঙনের ঝুঁকির মধ্যে রয়েছে।’
তিনি বলেন, ‘এই ভাঙন প্রচেষ্টা ব্যর্থ করতে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।’
তিনি আরো বলেন, ‘ইসলামের মধ্যে ভিন্ন ভিন্ন সম্প্রদায় রয়েছে। কিন্তু এক সম্প্রদায়ের নীতি অন্য সম্প্রদায়ের উপর আরোপ করতে চাওয়া হলে তা হবে ইসলামী উম্মাহর বরখেলাপ।’
এরদোগান বলেন, ‘ইরাক, মিশর, লিবিয়া, সিরিয়া ও ইয়েমেনের মত সহিংসতাপূর্ণ দেশগুলোর সহিংসতা বন্ধে ইসলামী সহযোগিতা সংস্থাসহ (ওআইসি) আন্তর্জাতিক সংস্থাগুলোকে আরো আন্তরিক হওয়া উচিত।’
এরদোগান জানান, তিনি এ ব্যাপারে যথাযথ ভূমিকা পালন করবেন। এজন্য তিনি এশিয়ার ক্ষমতাধর মুসলিম দেশ ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া এবং আবারো সৌদি আরব সফর করার পরিকল্পনার কথাও প্রকাশ করেন।
তিনি জানান, ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি এবং সর্বোচ্চ নেতা আলী খামেনির সঙ্গে মঙ্গলবারের বৈঠকের মূল এজেন্ডা ছিল ইয়েমেনসহ সকল আঞ্চলিক সংকট নিয়ে আলোচনা।
তিনি বলেন, ‘ইয়েমেনের বিবদমান গ্রুপগুলোর উচিত আলোচনায় বসা এবং সম্ভাব্য সমাধানের উপায় নিয়ে কাজ করা। সৌদি আরব, তুরস্ক ও ইরানের উচিত হবে এ সমস্যা সমাধানের জন্য কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাওয়া।’
ইয়েমেনে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে সৌদি আরবের চলমান সামরিক হামলাকে দৃঢ়ভাবে সমর্থন করে আসছে তুরস্ক।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button