রানা প্লাজায় ভিকটিমদের পরিস্থিতি নিয়ে লন্ডনে মতবিনিময়

Rana Plazaবাংলাদেশে গার্মেন্ট শিল্প রক্ষায় যুক্তরাজ্যের সর্ববৃহৎ ট্রেড ইউনিয়ন সংগঠন ইউনাইট ইউনিয়ন সহায়তার আশ্বাস দিয়েছে। ডেইলি গার্ডিয়ান এর সাংবাদিক মিস কলস্কি সহ উক্ত অনুষ্ঠানে যুক্তরাজ্যভিত্তিক সংগঠন ট্রেড ইউনিয়ন কংগ্রেস,ওয়ার অন ওয়ান্ট, এথিকাল ট্রেডিং ইনিশিয়েটিভ (ই টি আই) সহ অন্যান্য সেবা সংস্থা সমুহের উচ্চপদস্থ কর্মকর্তারা ও অংশ গ্রহন করেন ।
রানা প্লাজা ধ্বসে ভিকটিমদের পরিস্থিতি নিয়ে বুধবার বিকেলে ইস্ট লন্ডনের একটি অডিটোরিয়ামে এক মতবিনিময় অনুষ্ঠানেসংগঠনটির নেতারা এ আশ্বাস দেন।
ইউনাইট টাওয়ার হ্যামলেট শাখার উদ্যোগে আয়োজিত এ মতবিনিময়ে সংগঠনটির নেতারা রানা প্লাজা দূর্ঘটনায় ক্ষতিগ্রস্তদেরপরিপূর্ণ সহায়তা নিশ্চিত করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানান। একইসঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে যেসবআর্থিক ও অবকাঠামোগত আশ্বাস দেয়া হয়েছিল, ভিকটিমদের কাছে তা দ্রুত পৌঁছানোরও তাগিদ দেন তারা।
মতবিনিময়ে অংশ নেন ইউনাইটের, লন্ডন ও ইস্টার্ন রিজিওয়েনর চেয়ার মিঃ জিম কেলি, সেক্রেটারি পিটার কাভানা,ন্যাশনার ক্যাম্পেইন কোঅর্ডিনেটর লিয়ান গ্রোভস, বাংলাদেশ গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি আমিরুল হকআমিন, ইউনাইট টাওয়ার হ্যামলেটস এর সমন্বয়কারী মনোয়ার বদরুদ্দোজা, ইউনাইট টাওয়ার হ্যামলেটস এর সেক্রেটারি ব্যারিস্টার তমিজ উদ্দীন, ক্যাম্পেইন সেক্রেটারি মোহাম্মদ সানাউল্লাহ,ইন্ডাষ্ট্রিয়াল লিয়াজন সম্পাদিকা রুনু বেগম, মহিলা বিষয়ক সম্পাদিকা নাসরিন আক্তার, ট্রেজারার মোহাম্মদ আলা উদ্দিন, নির্বাহী সদস্য আলিমুল হক লিটন। সভায়সভাপতিত্ব ও পরিচালনা করেন ইউনাইট টাওয়ার হ্যামলেট শাখার চেয়ারপারসন মাসুফা চৌধুরী।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button