‘ব্রিটেনের স্কুলগুলোতে হাজার হাজার অযোগ্য শিক্ষক’
ব্রিটেনের শিক্ষকদের সর্ব বৃহৎ ইউনিয়ন এনএএসইউডব্লিউটি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, দেশটির স্কুলগুলোতে হাজার হাজার অযোগ্য শিক্ষক রয়েছেন এবং এতে দেশটির শিশুদের শিক্ষাগ্রহণে মারাত্মক বিঘ্ন ঘটছে।
সম্প্রতি কারডিফে অনুষ্ঠিত এনএএসইউডব্লিউটি বাৎসরিক সম্মেলনে প্রকাশিত এক জরিপে এ তথ্য উঠে এসেছে। জরিপের ভিত্তিতে জানা গেছে, ৫৩ শতাংশই অযোগ্য শিক্ষক নিয়ে কাজ করছেন। এ ছাড়া, ৬৫ শতাংশ জানিয়েছেন যোগ্য শিক্ষকদের বেতন দেয়ার মতো সঙ্গতি না থাকায় পরিস্থিতি দিনে দিনে কেবল খারাপের দিকে যাচ্ছে।
ব্রিটেনের জোট সরকার দেশটির সরকারি অর্থে পরিচালিত ফ্রি স্কুল ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যোগ্য শিক্ষক নিয়োগের বাধ্য- বাধকতা ২০১২ সাল থেকে বিলুপ্ত করেছে।
অবশ্য দেশটির শিক্ষকদের মাত্র ৩.৭ শতাংশ অযোগ্য এবং এ সংক্রান্ত সরকারি পদক্ষেপ যথার্থ বলে দাবি করেছে দেশটির সরকারি দলের এক মুখপাত্র।