ফিফা র্যাকিংয়ে ১৬৭তম স্থানে বাংলাদেশ
ফিফা র্যাংকিংয়ে ১১৬ পয়েন্ট নিয়ে ১৬৭তম স্থানে আছে বাংলাদেশ। এর আগে ১৬২তম স্থানে ছিল বাংলাদেশ। বৃহস্পতিবার ফুটবলের সর্বশেষ র্যাংকিং ঘোষণা করে ফিফা।
২০১৪ সালের বিশ্বকাপ জয় এবং সাম্প্রাতিক পারফরমেন্সের বিচারে ফিফা র্যাংকিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছে জার্মানি। তাদের অর্জিত পয়েন্ট ১৬৮৭। দ্বিতীয়স্থানে রয়েছে বিশ্বকাপের রার্নাস আপ আর্জেন্টিনা। তাদের সংগ্রহ ১৪৯০ পয়েন্ট।
তবে কলাম্বিয়াকে সরিয়ে তৃতীয়স্থানে উঠে এসেছে বেলজিয়াম। তাদের পয়েন্ট ১৪৫৭। চতুর্থস্থানে নেমে যাওয়া কলম্বিয়ার সংগ্রহ ১৪১২ পয়েন্ট। রদবদল হয়েছে পঞ্চম স্থানেও। নেদারল্যান্ডসকে সরিয়ে ষষ্ঠ স্থান থেকে পঞ্চম স্থানে উঠে এসেছে ব্রাজিল। তাদের সংগ্রহে রয়েছে ১৩৪৮ পয়েন্ট।
র্যাকিংয়ে ষষ্ঠ থেকে দশম স্থান পর্যন্ত রয়েছে যথাক্রমে- নেদারল্যান্ডস, পর্তুগাল, উরুগুয়ে, সুইজারল্যান্ড ও স্পেন।