মুম্বাই হামলার মূল পরিকল্পনাকারী লাকভি মুক্ত
কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন ২০০৮ সালে ভারতের মুম্বাইয়ে সন্ত্রাসবাদী হামলার মূল পরিকল্পনাকারী জাকিউর রহমান লাকভি। ২৬/১১ হামলার মূল পরিকল্পনাকারী হিসেবে ভারত লাকভির কথা জানানোর পর ২০০৯ সালে তাকে আটক করেছিল পাকিস্তানের নিরাপত্তা বাহিনী।
ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং লাকভির মুক্তিকে ‘গভীরভাবে হতাশাজনক’ বলে মন্তব্য করেছেন।
শুক্রবার সকালে তাকে পাকিস্তানের রাওয়ালপিন্ডির কারাগার থেকে মুক্তি দেয়া হয়েছে বলে জানিয়েছেন কারা কর্মকর্তারা।
গত ডিসেম্বরেই লাকভির জামিন মঞ্জুর করা হলেও ভারতের আপত্তিতে বিশেষ অধ্যাদেশের আওতায় তাকে আটক রাখা হয়েছিল।
২০০৮ সালের নভেম্বরে ভারতের মুম্বাইয়ে সন্ত্রাসী হামলায় জড়িদের মধ্যে লাকভি অন্যতম। নৌকায় চড়ে হামলাকারীরা পাকিস্তানের করাচি থেকে ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে এসেছিল। আধুনিক অস্ত্র সজ্জিত ১০ জন সন্ত্রাসীর ভয়াবহ ওই হামলায় ১৬৬ জন নিহত হয়। বহু মানুষকে জিম্মি করে রাখায় পরিস্থিতি সামাল দিতে তিন দিন সময় লেগে যায় ভারতের নিরাপত্তা বাহিনীর।
হামলার পর পরই পাকিস্তানের লস্কর-ই-তৈয়বা জঙ্গি গোষ্ঠীকে দায়ী করে ভারত। লাকভি এ দলের নেতৃত্ব দিচ্ছেন বলে অভিযোগ আছে।