কামারুজ্জামানের ফাঁসির রায়ের প্রতিবাদে সিডনিতে বিক্ষোভ
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মাদ কামারুজ্জামানের ফাঁসির রায় বহালের প্রতিবাদে অস্ট্রেলিয়ার সিডনিতে বিক্ষোভ করেছে প্রবাসীরা। সিডনির বাংলাদেশি অধ্যুষিত এলাকা ল্যাকেম্বায় মঙ্গলবার এই প্রতিবাদ সমাবেশ পালন করে কেয়ার বাংলাদেশ।
প্রবাসী বাংলাদেশিরা ছাড়াও বিক্ষোভে অংশ নেয় বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের প্রেসিডেন্ট নূর মোহাম্মদ মিলন।
তিনি সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘বাংলাদেশের তরুণ প্রজন্ম ইসলামের পতাকা ঊর্ধ্বে তুলে ধরে আওয়ামী বাকশালীদের অপকর্মের জবাব দেবে এবং মানুষের গণতান্ত্রিক অধিকার আদায় করে নেবে।’
সমাবেশে কামারুজ্জামানের ফাঁসি স্থগিত করে বিচারের সমস্ত কার্যক্রম আন্তর্জাতিক আদালতের হাতে ন্যস্ত করার জোরাল দাবি জানান বিশিষ্ট সমাজসেবী ড. রাশেদ রশিদ।
সমাবেশে আরো বক্তব্য দেন- জাকির শিকদার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল অস্ট্রেলিয়ার নেতা রাশেদুল হক, ওলামা ফাউন্ডেশনের প্রেসিডেন্ট মওলানা ফেরদৌস, সমাজসেবী আব্দুল গণি প্রমুখ।