চীনে আকস্মিক বন্যায় ৯১ জনের মৃত্যু

Chainaচীনে কয়েকদিনের ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট আকস্মিক বন্যায় অন্ততপক্ষে ৯১ জন নিহত ও ১১১ জন নিখোঁজ হয়েছেন। দেশটির উত্তরপূর্বাঞ্চল ও দক্ষিণাঞ্চলে এই দূর্যোগের শিকার হয়েছে বলে রাষ্ট্রনিয়ন্ত্রিত সংবাদমাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে।
বন্যার কারণে ৮ লাখ ৪০ হাজারেরও বেশি মানুষকে হেইলংজিয়াং, জিলিন, লাইওনিং এবং গুয়াংডং অঞ্চল থেকে সরিয়ে নেয়া হয়েছে। প্রায় ৮০ লাখ মানুষ বন্যাকবলিত হয়েছে বলে জানা গেছে। চীনের সিনহুয়া সংবাদ সংস্থা দেশটির দক্ষিণাঞ্চলের বন্যাকে দশকের সবচেয়ে বাজে পরিস্থিতি বলে অভিহিত করেছে। টাইফুন উতরের কারণে ভারী বৃষ্টিপাতে দক্ষিণাঞ্চলে এই বন্যার সৃষ্টি হয়। গত সপ্তায় ঝড়ে গুয়াংডং-এ ১০ জনের মৃত্যু হয়। জানা গেছে, বৃহস্পতিবার থেকে শনিবার টাইফুন উতরের কারণে ফুশুন শহরের নদীগুলোতে পানি উপচে পড়ে বন্যার সৃষ্টি হয়েছে।
বৃষ্টির কারণে শহরটির রেল যোগাযোগ, সড়ক ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। প্রায় ৩ হাজার সেনা উদ্ধার ও ত্রাণ তৎপরতায় নিয়োজিত হয়েছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button