সিটি নির্বাচনে কে কোন প্রতীকে লড়বেন
আসন্ন তিন সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করেছে করা হয়েছে প্রার্থীদের মাঝে। শুক্রবার সকালে পৃথক পৃথক ভাবে নির্বাচন কমিশনের রিটার্নিং কর্মকর্তারা প্রার্থীদের মাঝে এ সব প্রতীক বরাদ্দ করেন।
ঢাকা সিটি দক্ষিণে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী সাঈদ খোকন ইলিশ মাছ প্রতীক পেয়েছেন। এছাড়া বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মির্জা আব্বাস পান মগ প্রতীক।
রাজধানীর গুলিস্তান মহানগর নাট্যমঞ্চে রিটার্নিং কর্মকর্তার অস্থায়ী কার্যালয়ে শুক্রবার সকাল ৯টায় এ প্রতীক বরাদ্দ শুরু হয়। মির্জা আব্বাসসহ ৭ জন হাতি চাওয়ায় লটারির মাধ্যমে প্রতীক বরাদ্দ দেয়া হয়। এতে মির্জা আব্বাস মগ প্রতীক পান। এ ছাড়া সাঈদ খোকনসহ আরও ৬ জন ইলিশ মাছ প্রতীক চেয়েছিলেন। সাঈদ খোকন অন্যদের উদ্দেশে বলেন, এটা আমার বাবার প্রতীক। আপনারা যদি এই প্রতীক আমাকে ছেড়ে দেন তাহলে আমি কৃতজ্ঞ থাকব। এরপর সবাই তাকে সমর্থন দিলে রিটার্নিং কর্মকর্তা মিহির সারোয়ার মোর্শেদ সাঈদ খোকনকে ইলিশ মাছ প্রতীক বরাদ্দ দেন।
এদিকে ঢাকা উত্তর সিটিতে বিএনপি সমর্থিত প্রার্থী তাবিথ আউয়াল নির্বাচনে লড়তে পেয়েছেন বাস প্রতীক। এ আসনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ব্যবসায়ী আনিসুল হক পেয়েছেন দেয়াল ঘড়ি।
এছাড়া ঢাকার বাইরে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বিএনপি সমর্থিত প্রার্থী মনজুর আলম কমলা লেবু প্রতীক পেয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আ জ ম নাছির উদ্দিন পেয়েছেন হাতি।