তিনটি জরিপেই এগিয়ে মিলিব্যান্ডের লেবার পার্টি
যুক্তরাজ্যে আগামী ৭ মে অনুষ্ঠিতব্য নির্বাচন প্রাক্কালীন জরিপগুলোতে পিছিয়ে পড়তে শুরু করেছে দেশটির ক্ষমতাসীন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের কনজারভেটিভ পার্টি। আর অন্যদিকে ক্রমেই জনপ্রিয়তা লাভ করছে ক্যামরনের প্রধান প্রতিদ্বন্দ্বী লেবার পার্টির প্রার্থী এড. মিলিব্যান্ড। সম্প্রতি দি মিরর, টিএনএস ইউকে ও প্যানেল ভিত্তিক পরিচালিত যুক্তরাজ্যের নির্বাচন সংক্রান্ত শীর্ষ ৩টি জরিপের ভিত্তিতে এই তথ্য জানিয়েছে দেশটির গণমাধ্যমগুলো। জরিপগুলোতে লেবার পার্টি কনজারভেটিভ পার্টি থেকে যথাক্রমে ৬, ৪ ও ৩ পয়েন্টে এগিয়ে রয়েছে। যুক্তরাজ্যের জনপ্রিয় ম্যাগাজিন দি মিররের পরিচালিত নির্বাচনী জরিপে দেখা গেছে, জনপ্রিয়তার ভিত্তিতে যুক্তরাজ্যের লেবার পার্টি ৩৫ শতাংশ, কনজারভেটিভ পার্টি ৩১ শতাংশ, ইউকেআইপি ১৫ শতাংশ, লিবারাল ডেমোক্রাট্স ৯ শতাংশ ও গ্রিন পার্টি ৪ শতাংশে অবস্থান করছে। এছাড়া, যুক্তরাজ্য ভিত্তিক বিশ্বের বৃহত্তম গবেষণাধর্মী প্রতিষ্ঠান টিএনএসইউকের পরিচালিত জরিপ থেকে জানা যায়, এপর্যন্ত লেবার পার্টি ৩৩ শতাংশ, কনজারভেটিভরা ৩০ শতাংশ, ইউকেআইপি ১৯ শতাংশ, লিবারাল ডেমোক্র্যাট্স ৮ শতাংশ ও গ্রিনরা ৪ শতাংশ জনপ্রিয়তা অর্জন করতে সমর্থ হয়েছে। প্যানেল ভিত্তিক অন্য একটি জরিপ থেকে জানা গেছে, লেবার পার্টি ৩৭ শতাংশ, কনজারভেটিভ ৩১ শতাংশ, ইউকেআইপি ১৬ শতাংশ, লিবারাল ডেমোক্র্যাট্স ৮ শতাংশে ও গ্রিন পার্টি ৪ শতাংশ জনসমর্থন লাভ করেছে। ধারণা করা হচ্ছে, সম্প্রতি লেবারপার্টির প্রার্থী এড. মিলিব্যান্ডের বাকপটুতার পাশাপাশি যুক্তরাজ্যে বসবাসকারী বিদেশী বংশোদ্ভূত প্রায় ১ লক্ষ সম্পদশালীর নন-ডমিসাইল করপ্রথা বিলোপ সংক্রান্ত প্রতিশ্রুতিটি তার নির্বাচনী প্রচারণায় ইতিবাচক প্রভাব ফেলতে শুরু করেছে। যুক্তরাজ্যের মাত্র ১৬ শতাংশ লোক এর বিরোধিতা করলেও ৫৯ শতাংশ লোক মিলিব্যান্ডকে এবিষয়ে সমর্থন জানিয়েছে। বিশেষজ্ঞরা ধারণা করছেন, মিলিব্যান্ডের জনপ্রিয়তার ধারা অব্যাহত থাকলে খুব দ্রুতই ক্যামরন তার প্রধান প্রতিদ্বন্দ্বীর থেকে আশঙ্কাজনক হারে পিছিয়ে পড়বেন এবং শেষ পর্যন্ত রাজত্ব হারাবেন ক্যামেরন।