লাইসেন্স ছাড়া এমএলএম ব্যবসায় ১০ বছরের কারাদন্ড
মাল্টিলেভেল কোম্পানির নামে প্রতারণা বন্ধে মাল্টিলেভেল মার্কেটিং (এমএলএম) কার্যক্রম (নিয়ন্ত্রণ)আইন-২০১৩’র চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আইনে নতুন করে কেউ এমএলএম কোম্পানি করতে চাইলে তাতে লাইসেন্স নেওয়ার বাধ্যবাধকতা রাখা হয়েছে। একইসঙ্গে বিদ্যমান কোম্পানিগুলোকে আইনের আওতায় আগামী ৯০দিনের মধ্যে তাদের লাইসেন্স নিতে হবে।
সোমবার সকালে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ এ অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রি পরিষদ সচিব মো. মোশাররাফ হোসেন ভুইয়া এ কথা জানান।
তিনি আরও জানান, নতুন করে যদি কেউ লাইসেন্স ছাড়া এমএলএম ব্যবসায় আসে সেক্ষেত্রে ৫-১০ বছরের কারাদন্ড অথবা ৫০ লাখ টাকা জরিমানা বা উভয় দন্ডে দন্ডিত হবেন। পাশাপাশি বিদ্যমান এমএলএম কোম্পানিগুলো যদি লাইসেন্স না নিয়ে ব্যবসা চালিয়ে যায় তবে সংশ্লিষ্টরা ৬-১০ বছরের কারাদন্ড অথবা ৫০ লাখ টাকা জরিমানা বা উভয় দন্ডে দন্ডিত হবেন।
এছাড়া বৈঠকে এমএলএম আইনের বাইরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সংশোধন আইন-২০১৩’র চূড়ান্ত অনুমোদন ও ফাইন্যান্সিয়াল রিপোর্টিং আইন-২০১৩’র নীতিগত অনুমোদনও দিয়েছে মন্ত্রিসভা।