স্পেনে ধর্মীয় শিক্ষা থেকে বঞ্চিত ৯০ ভাগ মুসলমান
স্পেনের স্কুলগুলোতে ধর্মীয় শিক্ষার সুযোগ বঞ্চিত হচ্ছে ৯০ ভাগ মুসলমান। এখানকার অধিকাংশ স্কুলগুলোতে ধর্মীয় শিক্ষার সুযোগ না থাকায় হাতে গুনা যে ক’জন ধর্মীয় শিক্ষক আছেন তারাও হয়ে পড়েছেন বেকার।
সম্প্রতি স্পেনের ‘মুসলিম সম্প্রদায় ইউনিয়ন’ সেদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে যে গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে তাতে বলা হচ্ছে এখানকার ১০ জন ধর্মীয় শিক্ষকের ৯ জনই বেকার।
প্রতিবেদনে আরো বলা হয়, স্পেনের স্কুলগুলোতে যেসব মুসলিম শিক্ষার্থী ভর্তি হয়েছেন তাদের ৯০ শতাংশই শিক্ষাক্ষেত্রে বৈষম্যের শিকার হচ্ছেন। তাদের সঠিকভাবে ইসলামি শিক্ষা দেয়া হচ্ছে না। ধর্মীয় শিক্ষকদেরও অবহেলা করে কর্মহীন করে রাখা হয়েছে।
স্পেন মুসলিম জনসংখ্যার গবেষণা অনুযায়ী, শুধুমাত্র আন্দালুসিয়া, আরাগুন, বাস্ক, সিতা এবং মালিনা শহরের প্রাথমিক বিদ্যালয়ে ইসলামের প্রাথমিক শিক্ষা প্রদান করা হয়।
প্রতিবেদনে দেখা যাচ্ছে, স্পেনের বাস্ক শহরে ছয় হাজার ৬৫ জন শিক্ষার্থীর বিপরীতে শিক্ষক রাখা হয়েছে মাত্র দুই জন।
অথচ দেশটির ১০ জন মুসলিম শিক্ষকের মধ্যে ৯ জনই রয়েছে বেকার অবস্থায়।
উল্লেখ্য, স্পেনের মোট জনসংখ্যার প্রায় ৩.৮ শতাংশ মুসলমান। মুসলমানদের ৪০ শতাংশ আদি স্প্যানিশ এবং বাকি ৬০ শতাংশ অভিবাসী।