স্কটল্যান্ডের উপকূলে শুরু হলো ইউরোপের ‘বৃহত্তম সামরিক মহড়া’
স্কটল্যান্ডের উপকূলে ইউরোপের ‘বৃহত্তম সামরিক মহড়া’ শনিবার থেকে শুরু হয়েছে। ব্রিটেনের নেতৃত্বাধীন এ মহড়ায় ১৫টি দেশের হাজার হাজার সেনা যোগ দিয়েছে। ইউক্রেন নিয়ে যখন পাশ্চাত্যের সঙ্গে রাশিয়ার উত্তেজনা তুঙ্গে তখন এ মহড়া শুরু হলো।
‘এক্সারসাইজ জয়েন্ট ওয়ারিয়র’ নামের এ মহড়ায় ১৩ হাজার সেনা, ৫৫টি যুদ্ধজাহাজ এবং ৭০টি বিমান যোগ দিয়েছে। একে ইউরোপের সবচেয় বড় সামরিক মহড়া হিসেবে উল্লেখ করে তা চলতি মাসের ২৪ তারিখ পর্যন্ত চলবে বলে জানান হয়েছে।
ন্যাটোর প্রধান দেশ আমেরিকা, জার্মানি, ফ্রান্স, ব্রিটেন, কানাডাসহ ন্যাটো বহির্ভূত দেশ ফিনল্যান্ড এবং সুইডেনও এতে যোগ দিয়েছে।
ন্যাটো ও তার মিত্রদেশগুলোকে সম্ভাব্য বহুমুখী যুদ্ধ-পরিবেশ অভ্যস্ত করে তোলা ও ভবিষ্যতের রণপ্রস্তুতি বাড়ানো এ মহড়ার উদ্দেশ্য বলে জানান হয়েছে।