কারাগার থেকে দ্রুত মুক্তি পাচ্ছেন হোসনি মোবারক

Mubarakখুব দ্রুত কারাগার থেকে মুক্তি পাচ্ছেন মিসরের সাবেক স্বৈরশাসক হোসনি মোবারক। সোমবার তার আইনজীবী মুক্তির এ বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন। সর্বশেষ দেশটির আদালত দুর্নীতি মামলায় তাকে অব্যাহতি দেয়ায় তিনি দ্রুত মুক্তি পাচ্ছেন কারাগার থেকে। সংবাদ রয়টার্স।
সংবাদে বলা হয়, ২০১১ সালে জনবিক্ষোভের মাধ্যমে ক্ষমতা থেকে অপসারিত হন হোসনি মোবারক। এরপরই বিক্ষোভকারীদের খুনে জড়িত থাকার অভিযোগে তাকে কারাগারে আটক করা হয়।
তার আইনজীবী ফারদ-এল দিব বলেন, এক বছর যাবৎ দুর্নীতির অভিযোগের মামলায় লড়ে যাচ্ছেন হোসনি মোবারক। আর এ মামলাটি সংক্ষিপ্ত সময়ের মধ্যেই শেষ হয়ে যাবে। তিনি বলেন, আমরা মামলার মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি ও প্রশাসনিক কাজ শেষ করেছি। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এর সব কাজ শেষ হয়ে যাবে। এ সপ্তাহের শেষেই মুক্তি পেতে পেতে পারেন হোসনি মোবারক।
অপরদিকে আদালতের একটি সূত্র জানিয়েছেন, সাবেক শাসক মোবারককে মুক্তি পেতে আরো দু’সপ্তাহ আইনি লড়াই চালিয়ে যেতে হবে।
উল্লেখ্য, গত বছর সাবেক স্বৈরশাসক হোসনি মোবারক ও তার স্বরাষ্ট্রমন্ত্রী বিক্ষোভের সময় হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগে যাবজ্জীবন সাজা লাভ করেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button