যুক্তরাষ্ট্রের ক্যাপিটল ভবনে গুলিতে একজন নিহত
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির ক্যাপিটল হিল ভবনে গত শনিবার বিকেলে গুলির ঘটনা ঘটেছে। গোলাগুলির পরে জানা যায়, এই ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছে। যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট কংগ্রেসের ওই ভবনে এরপর নিরাপত্তা সতর্কতা জারি করা হয়েছে বলে সরাকারি সূত্রে জানা যায়। রয়টার্সের খবরে জানানো হয়, পুলিশ দাবি করেছে, এটি আত্মহত্যার ঘটনা। এই গোলাগুলির মাধমে কেউ কাউকে হামলা করে হত্যা করার জন্য চেষ্টা করেনি। নিহত ব্যক্তি পুরুষ না নারী, এটি তারা সুস্পষ্টভাবেও উল্লেখ করেনি। হুমকির বিষয়টি নিষ্ক্রিয় করা হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে বলে জানিয়েছে পুলিশ। সিএনএনের খবরে জানানো হয়, ক্যাপিটল পুলিশের মুখপাত্র কিম্বারলি স্নাইডার এটিকে আত্মহত্যার ঘটনা বলে উল্লেখ করেন। তিনি বলেন, গত শনিবার বিকেলে ক্যাপিটল ভবনের পশ্চিম প্রান্তে কয়েকটি গুলির শব্দ শোনার পর পূর্ব-সতর্কতামূলক ব্যবস্থা নেয়া হয়। প্রতিরক্ষা বাহিনী তাদের দায়িত্ব পালনের জন্য তড়িঘড়ি ছুটাছুটি করতে থাকে। শেষ পর্যন্ত সত্য প্রকাশ পায়। ঘটনাস্থলে যাওয়া অন্যান্য আইনপ্রয়োগকারী সংস্থার সদস্যরাও এটিকে আত্মহত্যার ঘটনা বলে সমর্থন করেন। ভবনের পশ্চিম প্রান্তে পাওয়া একটি সন্দেহজনক বস্তু নিয়ে তদন্ত করছে ক্যাপিটল পুলিশ। হয়তো শেষ পর্যন্ত তারা কোনো নতুন সত্যকে আবিষ্কার করতে সমর্থ হবে।