‘আইসিসি’ নির্বাচন থেকে সরে দাঁড়ালো বাংলাদেশ
আগামী ২৪ ও ২৫শে জুন নেদারল্যান্ডসের হেগে হতে যাওয়া আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) বিচারক নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে বাংলাদেশ। এই প্রথমবার বাংলাদেশ আইসিসির কোন নির্বচনে প্রার্থী দিয়েছিল। পররাষ্ট্র দপ্তর সূত্র ওই তথ্য নিশ্চিত করেছে।
কিন্তু শেষ মুহূর্তে বাংলাদেশ কেন প্রার্থীতা প্রত্যাহার করল তা স্পষ্ট নয়। তবে ওই নির্বাচনের প্রার্থী সাবেক প্রধান বিচারপতি এবিএম খাইরুল হক ব্যক্তিগত কারণে প্রার্থিতা প্রত্যাহার করেছেন বলে বিভিন্ন গণমাধ্যমে খবর বেরিয়েছে।
আসিসিতে মোট ভোটার সংখ্যা ১২৩। এতে যে বিচারককে দুই-তৃতীয়াংশ ভোট পাবে সেই নির্বাচিত হবে।