ব্রিটেনের সেরা সার্জিক্যাল টিউটর হিসাবে বাঙালী সার্জন শাফির এওয়ার্ড লাভ
বিশ্বে প্রথমবারের মতো গুগল গ্লাসের মাধ্যমে লাইভ অপারেশনের সাফল্যের স্বীকৃতি হিসাবে দ্যা সিলভার স্ক্যালপল এওয়ার্ড ২০১৫ অর্জন করেছেন বার্টস হেলথ এনএইচএস ট্রাস্টের সার্জন ডক্টর শাফি আহমদ। ২০১৪ সালে একটি অপারেশন করার সময় গুগল গ্লাস ব্যবহার করে ইন্টারনেটের মাধ্যমে ছাত্রছাত্রীদের লাইভ দেখার সুযোগ করে দেন বাঙালী এ সার্জন। রয়েল লন্ডন হাসপাতালে এ অপারেশন হয়। আর বিশ্বের ১৩২ দেশের প্রায় ১৪ হাজার শিক্ষার্থী তা লাইভ দেখার সুযোগ পান। একই সময় তারা বিভিন্ন প্রশ্নও করেন। যা অপারেশন চলাকালেই ছাত্রছাত্রীদের ব্যাখ্যা করেন সার্জন শাফি। এ অপারেশনের মাধ্যমে উপকৃত ছাত্রছাত্রীরা উক্ত এওয়ার্ডের জন্য ইউকের সেরা সার্জিক্যাল টিউটর হিসাবে ক্যান্সারের সার্জন শাফি আহমদকে মনোনীত করেন। এসোসিয়েশন অব সার্জন ইন ট্রেনিং নামে একটি সংস্থা প্রতি বছর এই এওয়ার্ড প্রদান করে থাকে। উল্লেখ্য বিয়ানীবাজারের কৃতি সন্তান ডক্টর শাফি আহমদ কুইনমেরি ইউনিভার্সিটি অব লন্ডনের কোলোর্যাক্টল ক্যান্সার সার্জন হিসাবে কর্মরত রয়েছেন।