তারেক রহমানকে গ্রেফতারে ইন্টারপোলে নোটিশ
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে গ্রেফতার করতে আন্তর্জাতিক পুরিশ সংস্থা ইন্টারপোল বিজ্ঞপ্তি জারি করেছে।
মঙ্গলবার সংস্থাটির ওয়েবসাইটে বাংলাদেশের পক্ষ থেকে বিএনপির এই সিনিয়র নেতার বিরুদ্ধে নোটিশটি প্রকাশ করা হয়। নোটিশে তারেক রহমানের নাম ‘পলাতক’ ব্যক্তিদের তালিকার একেবারে শেষে রয়েছেন।
নোটিশে বলা হয়েছে, বিচার/দণ্ড ঘোষণার জন্য বাংলাদেশের বিচার কর্তৃপক্ষের কাছে তারেক রহমান পলাতক।
নোটিশে তারেক রহমানের বিরুদ্ধে হত্যা এবং আওয়ামী লীগের সভায় হ্যান্ডগ্রেনেড বিস্ফোরণ ঘটানোর অভিযোগের কথা উল্লেখ রয়েছে।
ইন্টারপোলের নোটিশে তরেক রহমানের বয়স ৪৭ উল্লেখ করে তার পারিবারিক নাম হিসেবে ‘তারেক রহমান’ এবং ডাকনাম হিসেবে ‘তারেক জিয়া’ বলা হয়।
তিনি বাংলা, ইংরেজি ও উর্দু ভাষা জানেন বলে উল্লেখ করা হয়েছে।
তারেক রহমানের শারীরিক বর্ণনা দেওয়া হয়েছে উচ্চতা ১ দশমিক ৬৮ মিটার, চুল ও চোখের রং কালো। তাঁর ব্যাপারে কোনো তথ্য পেলে জাতীয় বা স্থানীয় পুলিশকে জানাতে বলা হয়েছে।