লন্ডনে কামারুজ্জামান স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল
যুক্তরাজ্যভিত্তিক সংগঠন ‘সেভ বাংলাদেশ ইউকে’র উদ্যোগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি জেনারেল মুহাম্মাদ কামারুজ্জামান স্মরণে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল গত সোমবার ১৩ এপ্রিল পূর্ব লন্ডনের ওয়াটার লিলি হলে অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি ব্যারিস্টার নজরুল ইসলামের সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা বদরে আলম দিদার ও মাহবুব সালেহীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জমিয়তে উলামা ইউরোপের সভাপতি মুফতি শাহ সদরুদ্দিন, জামায়াতে ইসলাম ইউরোপের মূখপাত্র ব্যারিস্টার আবু বক্কর মোল্লা, খেলাফত মজলিস ইউকের আমির অধ্যক্ষ আব্দুর কাদির সালেহ, সিটিজেন মুভমেন্ট ইউকের আহ্বায়ক এম এ মালেক, ইসলামী চিন্তাবিদ মাওলানা বশিরুজ্জামান, মাওলানা রেজাউল করিম, সলিডারিটি ফ্রন্ট ইউকের চেয়ার নুর বক্স, শওকত আলী, আশরাফ মাহমুদ উজ্জ্বল প্রমূখ।
সভাপতির বক্তব্যে সেভ বাংলাদেশ ইউকের চেয়ারম্যান ব্যারিস্টার নজরুল ইসলাম বলেন, মুহাম্মদ কামারুজ্জামান সারা জীবন নিজেকে বাংলার জমিনে ইসলাম প্রতিষ্ঠার সংগ্রামে নিয়োজিত রেখেছেন। কোনো বাতিলের কাছে মাথা নত করেননি। এ জন্যই আওয়ামী সরকারের কুদৃষ্টি পড়ে তার উপর।
সভা শেষে মরহুম শহীদ কামারুজ্জামানের রুহের মাফফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা মওদুদ হাসান। -বিজ্ঞপ্তি