ঐতিহাসিক আয়া সুফিয়ায় ৮৫ বছরের মধ্যে প্রথম কোরআন তেলায়াত

Aya Sufiyaতুরস্কের ঐতিহাসিক আয়া সুফিয়া জাদুঘরে ৮৫ বছরের মধ্যে প্রথম পবিত্র কোরআন তেলায়াত হয়েছে। তুরস্কের ধর্ম মন্ত্রণালয় মহানবির (সা.) জন্ম উৎসব উপলক্ষে এই আয়োজন করে। ৮ মে পর্যন্ত সেখানে ক্যালিগ্রাফি প্রদর্শনীও হবে।
ইস্তাম্বুলের এই স্থাপনাটি ১৪৫৩ সাল পর্যন্ত প্রায় এক হাজার বছর ক্যাথেড্রাল হিসেবে ছিল। ওই বছর উসমানিয়া সুলতান দ্বিতীয় মোহাম্মদ ইস্তাম্বুল জয় করে সেটিকে মসজিদে রূপান্তরিত করেন। কামাল আতাতুর্কের আমলে ১৯৩৫ সালে সেটিকে জাদুঘরে রূপান্তরিত করা হয়।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button