অতর্কিত হামলায় ২৪ মিশরীয় পুলিশ নিহত
মিশরের উত্তরাঞ্চলীয় সিনাই এলাকায় সোমবার এক অতর্কিত হামলায় কমপক্ষে ২৪ পুলিশ নিহত হয়েছে। আহত হয়েছে আরো তিন পুলিশ। মিশরের নিরাপত্তা কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বিবিসি এ খবর জানিয়েছে।
কর্মকর্তারা বলছেন, সোমবার সকালে সিনাই উপদ্বীপের সীমান্তবর্তী রাফা শহরের কাছে একটি গ্রামের ভিতর দিয়ে আসার পথে পুলিশদের বহনকারী দুটি মিনিবাসে হামলা চালানো হয়।
নাম প্রকাশ না করার শর্তে কর্মকর্তারা আরো জানান, চারজন সশস্ত্র ব্যক্তি বাসের গতিরোধ করে এবং আরোহীদের জোর করে গাড়ি থেকে নামিয়ে আনে। এরপর তাদের গুলি করে হত্যা করা হয়।
এতে ২৪ পুলিশ নিহত এবং আরো তিনজন আহত হয়। সোমবারের ওই হামলার জন্য সন্দেহভাজন জঙ্গিদের দায়ী করছেন কর্মকর্তারা।
গত ৩ জুলাই এক সামরিক অভ্যূত্থানে মিশরের নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি ক্ষমতাচ্যূত হওয়ার পর থেকে সিনাইতে নিয়মিত জঙ্গি হামলার ঘটনা ঘটছে। গুরুত্বপূর্ণ এ অঞ্চলটি ইসরাইল ও গাজা উপত্যকার মধ্যবর্তী সীমান্ত এলাকায় অবস্থিত।
এদিকে মুরসির বিক্ষুব্ধ সমর্থকদের নিয়ন্ত্রণ করতে গোটা দেশে জরুরি অবস্থা জারি করেছে অন্তর্র্বতী সরকার। বুধবার থেকে শুরু হওয়া গত চারদিনের সংঘর্ষে আট শতাধিক লোক নিহত হয়েছে বলে জানা যায়।
তবে মুসলিম ব্রাদরহুডের দাবি সরকারি বাহিনীর হামলায় আড়াই হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছে।