চেয়ারের দাম ৮০ হাজার পাউন্ড !
অনেকগুলো চেয়ারের দাম ৮০ হাজার পাউন্ড কিংবা তার বেশিও হতে পারে। কিন্তু মাত্র ১টি চেয়ারের দাম যদি হয় ৮০ হাজার পাউন্ড হয়? তাহলে বিষয়টি সত্যিই অবাক হওয়ারই মতো।
শত বছর আগে ডুবে যাওয়া টাইটানিক জাহাজের একটি চেয়ার নিয়ে এমনই এক অবাক হওয়ার মতোই ঘটনা ঘটতে যাচ্ছে ব্রিটেনে। ডুবে যাওয়া প্রমোদ তরী টাইটানিকের একটি ডেকচেয়ার নিলামে উঠলে তার দাম ৮০ হাজার পাউন্ড পর্যন্ত উঠবে বলে ধারণা করা হচ্ছে।
১৯১২ সালের ১৪ই এপ্রিল টাইটানিক ডুবে যাওয়ার পর উদ্ধারকারী দল ওই চেয়ারটিকে ভাসমান অবস্থায় পেয়েছিলেন। চেয়ারটি ক্যাপ্টেন জুলিয়ান লেমার্টেলিউরের ছিল বলে ধারণা করা হয়। সূত্রের খবর, গত ১৫ বছর ধরে এই চেয়ারটি টাইটানিকের জিনিসপত্রের এক সংগ্রহকারীর কাছে ছিল।
১৮ই এপ্রিল উইল্টশায়ারের ডেভিজেস-এ ‘হেনরি অ্যালড্রিজ অ্যান্ড সন’-এ ওই ডেক চেয়ারটির নিলাম হবে।