৫৩০ বছর পর রাজকীয় সম্মাননা প্রদান

৫৩০ বছর আগে ব্রিটিশ রাজা রিচার্ড থ্রি যুদ্ধক্ষেত্রে নিহত হয়েছিলেন, ১৪৮৫ সালে। তখন অন্য সবার সাথে অবহেলায় স্তূপাকারে ফেলে রাখা হয়েছিল তার লাশ। রাষ্ট্রীয় মর্যাদার মতো বিশেষ সম্মান তো দূরের কথা, রীতিনীতি মেনে দাফনটুকুও ভাগ্যে জুটেনি। তবে তখন না পেলে কী হবে, মৃত্যুর পাঁচ শতাব্দী পর তো ঠিকই রাজকীয় মর্যাদায় সমাধিস্থ হচ্ছেন রিচার্ড থ্রি! গত সোমবার ইংল্যান্ডে লেইসিস্টার ক্যাথেড্রালের সামনে তার দেহাবশেষ রাখা হয়েছে সবার শ্রদ্ধা নিবেদনের জন্য। তার আগে যেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন সেখানে কামান দাগিয়ে শ্রদ্ধা জানানো হয়। সব কিছু শেষে আগামী বৃহস্পতিবার একই ক্যাথেড্রালের পাশে সমাধিস্থ করা হবে তার দেহাবশেষ। মূল ঘটনা বছর তিনেক আগের। ২০১২ সালে যুক্তরাজ্যে একটি গাড়ি পার্কিংয়ের নিচে খুঁড়তে গিয়ে প্রত্মতত্ত্ববিদরা পান একটি লাশের কঙ্কাল এবং অন্যান্য দেহাবশেষ। তারপর অনেক পরীক্ষা-নিরীক্ষা শেষে, বহুজনের ডিএনএ টেস্ট করে ধরা পড়ে সেই দেহাবশেষ হচ্ছে ইংল্যান্ডে মধ্যযুগীয় রাজা রিচার্ড থ্রির। এরপর ইতিহাস ঘেঁটে বের করা হয় বাকি তথ্য। দেহাবশেষের ফরেনসিক টেস্ট এবং ইতিহাসের তথ্য মিলিয়ে বিশেষজ্ঞরা রাজার শেষ পরিণতি সম্পের্ক নিশ্চিত হন। এরপরই সিদ্ধান্ত নেয়া হয় তাকে যথাযথ মর্যাদায় নতুন করে সমাহিত করা হবে। প্রত্মতত্ত্ববিদরা জানিয়েছেন, যুদ্ধক্ষেত্রে তাকে হত্যার পর লাশ আবর্জনার স্তূপে ফেলে দেয়া হয়। মধ্যযুগের এই ব্রিটিশ রাজাকে ১৪৮৫ সালে সেন্ট্রাল ইংল্যান্ডে বোস্টওর্থর যুদ্ধক্ষেত্রে হত্যার পর মরদেহ সেখানে ফেলা রাখা হয়। রাজার দেহাবশেষ সনাক্ত করতে তার বংশধরদের মধ্যে মিখাইল ইবসেন নামে বর্তমানে কানাডার এক নাগরিক এক ব্যক্তির ডিএনএ সাহায্য করেছে। সোমবার প্রথম জনসমক্ষে আনা রাজার কফিনের ডিজাইনও তিনিই করেছেন। রিচার্ড থ্রি সোসাইটি নামে ৯০ বছর আগে একটি সংগঠন গঠিত হয়। এখন সারাবিশ্বে সংগঠনটির কয়েক হাজার সমর্থক রয়েছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button