ঢাকায় বর্ষবরণ অনুষ্ঠানে হয়রানির শিকার নারীরা
ঢাকায় বর্ষবরণ আয়োজনে যোগ দিতে মঙ্গলবার দিনভর লাখ লাখ মানুষ ঘর থেকে বাইরে বের হন। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নানা অনুষ্ঠানে ছিল বিভিন্ন বয়সের মানুষের ভীড়।
সন্ধ্যা ৭টার দিকে সোহরাওয়ার্দী উদ্যান থেকে বের হওয়ার সময় টিএসসির উল্টোদিকের ফটকে ভীড়ের মাঝে মেয়েদেরকে শারীরিকভাবে হয়রানি করে বেশ কয়েকজন তরুণ।
শাহবাগ থানার পুলিশ কর্মকর্তা সিরাজুল ইসলাম বিবিসি বাংলাকে জানিয়েছেন, তারা বেশ কয়েকজনকে হয়রানির খবর পেয়েছেন । কয়েকজনের গায়ের ওড়না টেনে নিয়ে যাওয়া হয় বলেও তথ্য পেয়েছেন তারা। এসময় বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
পুলিশের দাবি, বাহিনীর দায়িত্বরত সদস্যরা ঘটনাস্থলে ছিলেন এবং তাদের হাতে উত্যক্ততাকারী বখাটেরা কয়েকজন আহত হন। তবে পুলিশ কাউকেই আটক করতে পারেনি।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাছ থেকে সিসিটিভির ফুটেজ নিয়ে অভিযুক্তদের খুঁজে বের করা হবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।