মিসরের অর্থনীতি লন্ডভন্ড
মিসরে মাসব্যাপী জরুরী অবস্থা জারি দেশটির ব্যবসা বানিজ্যে মারাত্মক ক্ষতি ও অর্থনীতি ভয়াবহ আকার ধারণ করেছে। আর এই সপ্তাহে শেয়ার বাজারের লেনদেন শুরুর ৯০ মিনিটের মধ্যে শেয়ার বাজার ১৭ বিলিয়ন মিসরীয় পাউন্ড ক্ষতির সম্মুখীন হয়েছে। এছাড়া, রাজধানী কায়রো একটি ব্যাস্ত নগর হিসেবে বিখ্যাত কিন্তু কারফিউ জারিতে রাস্তা-ঘাট, দোকান-পাট, স্কুল-কলেজ ও অফিস আদালত এখন প্রায় স্থবির হয়ে পড়েছে।
এদিকে তারেক মোহাম্মদ আব্দুল্লাহ (৪৯) নামে একজন ব্যবসায়ী এক জানান, আমাদের ব্যবসা প্রায় ৭০% হ্রাস পেয়েছে। যদি এই কারফিউ এক মাসের অধিক চলতে থাকে, তাহলে আমাদেরকে ব্যবসা বানিজ্য বন্ধ করে দিতে হবে।
২০১১ সালের ২৫ জানুয়ারী দেশটির অর্থনীতিতে ভয়াবহ ধসের পর এটিই হল সবচেয়ে ভয়াবহ। তাছাড়া, একটি “ফুড কোম্পানীর” সেলস্ অফিসার মোহাম্মদ আলী (২৭) জরুরী অবস্থার ফলে চাকুরি হারানের আশঙ্কা করছে। তিনি আরও বলেন, পণ্যের চাহিদা কম থাকায় আমরা উৎপাদন কমিয়ে দিয়েছি, কারণ জনগণ এখন গ্যাস ষ্টেশন গুলোতে রাত্রে গাড়ি থামিয়ে গ্যাস নিতে সক্ষম নয়। তাই ষ্টেশন গুলোতে পন্য বিক্রি একবারেই হয়না বললেই চলে।