অভিবাসীদের জীবন বাঁচাতে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়ার আহ্বান
ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপমুখী অভিবাসীদের জীবন বাঁচাতে পর্যাপ্ত ব্যবস্থা নিতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ। বুধবার লিবিয়ার উপকূলে ৪০০ অভিবাসী নিয়ে একটি নৌকাডুবির প্রেক্ষাপটে এমন আহ্বান জানানো হল। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর বলেছে, সাম্প্রতিক সময়ে সিরিয়া সঙ্কটের কারণে ও ইরিত্রিয়ার মতো দরিদ্র দেশ থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে আগের তুলনায় বেশী লোক ইউরোপে পাড়ি জমাচ্ছে। কিন্তু এই বাড়তি লোকের জীবন রক্ষায় পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়নি। সংস্থাটির মুখপাত্র ফেড্রিকো ফসি বিবিসিকে বলেন, জীবনের ঝুঁকি নিয়ে যারা ইউরোপে পাড়ি জমাচ্ছে তার সংখ্যা আপাতত কমবে বলে কোনো লক্ষণ নেই। তিনি বলেন, ইউএনএইচসিআর বরাবরই লোকদের জীবন বাঁচাতে উদ্ধার ও অনুসন্ধান অভিযান বাড়াতে ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বান জানিয়ে আসছে। জাতিসংঘের মতে, চলতি বছর ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে পাঁচ শতাধিক লোক মারা গেছেন, যা আগের বছরের তুলনায় ৩০ গুণ বেশী। ২০১৪ সালে ১ লাখ ৭০ হাজার লোক ভূমধ্যসাগর পাড়ি দিয়েছেন। এর মধ্যে সাড় তিন হাজার মারা গেছেন।