এক্সেলসিয়র সিলেটে জাঁকজমকপূর্ণ পরিবেশে বর্ষবরণ অনুষ্ঠিত
এক্সেলসিয়র সিলেট হোটেল এণ্ড রিসোর্টে জাঁকজমকপূর্ণ ও আনন্দঘন পরিবেশে বর্ষবরণ অনুষ্ঠিত হয়েছে। বাংলা নববর্ষ ১৪২২ সালকে স্বাগত জানিয়ে পয়লা বৈশাখ গোটা রিসোর্টকে সাজানো হয় ঐতিহ্যবাহী শৈল্পিক সাজে।
হযরত শাহপরাণ (রহ) এর মাজারের নিকটবর্তী সিলেটের খাদিমপাড়ায় প্রতিষ্ঠিত এই হলিডে রিসোর্ট ও ইকো পার্কে আগত অগনিত নারী পুরুষ ও শিশু রিসোর্টের অপরূপ শোভায় অবগাহনের পাশাপাশি প্যাডেল বোট ও বাম্পার কারসহ বিভিন্ন রাইড চড়ার আনন্দ উপভোগ করেন।
এদিন সকালে নগরীর সুবিদ বাজার থেকে অর্ধশতাধিক বাইসাইকেল নিয়ে সিলেট সাইক্লিং কমিউনিটির সদস্যরা শোভাযাত্রা সহকারে রিসোর্টে আসেন। তারা এক্সেলসিয়র সিলেটের মাঠে বিভিন্ন ধরণের ক্রীড়া শৈলী প্রদর্শন ও প্রতিযোগিতার আয়োজন করেন। এক্সেলসিয়র সিলেটের চেয়ারম্যান শাহ জামালের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ম্যানেজিং ডাইরেক্টর সাঈদ চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য রাখেন ডাইরেক্টর মার্কেটিং আহমদ আলী, দি নিউ নেশনের সিলেট প্রতিনিধি এস এ শফি প্রমুখ।
দিনব্যাপী কর্মসূচিতে অংশ গ্রহন করেন এক্সেলসিয়র সিলেটের ভাইস চেয়ারম্যান শামসুল ইসলাম, জেনারেল ম্যানেজার হুমায়ূন কবীর, জিএম মার্কেটিং শিব্বির আহমদ চৌধুরী, পাবলিক রিলেশান্স অফিসার নিজাম উদ্দীন সালেহ, সাইক্লিস্ট কমিউনিটির আরিফ আকতারুজ্জামান, কাজি অহিদ, বারাকাতুল জান্নাত, শাকু খান, ফরিদ উদ্দিন, মিতা জায়গীরদার, সাদিয়া তাসনীম প্রমুখ।
অন্যান্যের মধ্যে উপস্হিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডাঃ শিশির বসাক, ডাঃ মুহাম্মদ শাহাবুদ্দীন, ডাঃ শাহীন, ডাঃ আজিজুর রহমান, ইউনাইটেড এয়ারওয়েজের প্রতিষ্ঠাতা পরিচালক সাবু নাওয়াজ ও খোন্দকার মামুন আলী, হোটেল নির্ভানা ইন-এর ব্যবস্হাপনা পরিচালক তাহমিন আহমদ, ইউকে বিসিসিআই’র ইন্টারন্যাশনল অ্যাফেয়ার্স ডাইরেক্টর আজাদ আলী, জালানী তেল পরিবেশক সমিতির সভাপতি মোস্তফা কামাল, চৌধুরী আতাউর রহমান এডভোকেট, সায়েন্টিস্ট ডঃ ক্যাথরিন, এডভোকেট শরীফুল হুদা চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী মখলিসুর রহমান চৌধুরী, মুশফিকুর রহমান, বদরুল আহমদ চৌধুরী প্রমুখ ।
মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে খ্যাতিমান শিল্পীরা সংগীত পরিবেশন করেন। বিরহী কালা মিয়া, গোলাম মর্তুজা বাচ্চু, রূপা আক্তার, লিটন আহমদ, ইকবাল মুনশী, সম্পদ মজুমদারসহ অনেকের দেশাত্তবোধক গানে মুগ্ধ হন অগণীত দর্শক ।
দিনভর সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্যে আরো ছিলো ফেইস পেইন্টিংয়ের মতো নান্দনিক বিষয়। নববর্ষ উপলক্ষে এক্সেলসিয়রের হিলভিউ রেস্তোরাঁয় পরিবেশন করা হয় পান্তা-ইলিশসহ ৫০ ধরণের মজাদার খাবার। রসনাবিলাসের এমন বৈচিত্রময় আয়োজনের জন্য আগত সকলেই এক্সেলসিয়র সিলেটের ভূয়ষী প্রশংসা করেন।