লন্ডনে এশিয়ান অ্যাওয়ার্ড-২০১৫ পেলেন সাঙ্গাকারা
সম্মানজনক আরো একটি পদক পেলেন শ্রীলংকান ব্যাটিং গ্রেট কুমার সাঙ্গাকারা। ক্রীড়া ক্ষেত্রে অসাধারণ অবদানের স্বীকৃতি হিসেবে লন্ডনে এশিয়ান অ্যাওয়ার্ড পান সাঙ্গাকারা।
শুক্রবার লন্ডনের গ্রোসভেনর হাউজ হোটেলে অনুষ্ঠিত এশিয়ান অ্যাওয়ার্ডের পঞ্চম আসরে ‘আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউটিশন টু স্পোর্ট’ অ্যাওয়ার্ড তুলে দেয়া হয় সাঙ্গাকারার হাত। সিনেমার জন্য এ পুরস্কার পান বলিউড তারকা শাহরুখ খান।
২০১১ সালে মুত্তিয়া মুরলিধরনের পর দ্বিতীয় শ্রীলংকান হিসেবে এ পুরস্কার পেলেন ৩৭ বছর বয়সী সাঙ্গা। গত বছর এ পুরস্কার পেয়েছিলেন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ২০১০ সালে উদ্বোধনী আসরে এ অ্যাওয়ার্ড পেয়েছিলেন ক্রিকেট আইকন শচিন টেন্ডুলকার।