সর্বোচ্চ পাহাড়ে উঠে যে বার্তা দিলেন কিম জং
উত্তর কোরীয় নেতা কিম জং উন শনিবার সকালে দেশটির সর্বোচ্চ পাহাড়ের চূড়ায় উঠেছেন। দেশটির সরকারি সংবাদ মাধ্যম রবিবার এ কথা জানায়। তিনি পাহাড়ের চূড়ায় উঠেছেন সৈন্যদের জানাতে, পর্বতের এই উচ্চতা যে মানসিক শক্তি যোগায় তা পরমাণু অস্ত্রের চেয়েও শক্তিশালী।
ছবিতে দেখা গেছে, কিম জং উন বরফাবৃত পর্বতের চূড়ায় হাস্যোজ্জ্বলভাবে দাঁড়িয়ে রয়েছেন। তার পেছনেই সূর্য উঠার নান্দনিক দৃশ্য।
কিমের উদ্ধৃতি দিয়ে রোডং পত্রিকার খবরে বলা হয়েছে, পায়েকতু পর্বতে উঠার মধ্যদিয়ে যে মানসিক শক্তি পাওয়া যায় তা যে কোন ধরণের পরমাণু অস্ত্রের চেয়েও শক্তিশালী।
এ পর্যন্ত সংবাদ মাধ্যমে কিম সাম্রাজ্যের শৌর্য বীর্যের যতো খবর প্রচারিত হয়েছে এটি তার সর্বশেষ। উল্লেখ্য, গত ছয় দশকেরও বেশি সময় ধরে এ সাম্রাজ্য দেশটি শাসন করে আসছে।
পায়েকতু ২ হাজার ৭শ ৫০ মিটার উচ্চতা বিশিষ্ট একটি আগ্নেয় পর্বত। চীন সীমান্তে এর অবস্থান। কোরীয় লোকগাঁথায় একে পবিত্র স্থান হিসেবে বিবেচনা করা হয়। এছাড়া কিম পরিবারের বীরত্ব প্রচারেও এটি মূল ভূমিকা পালন করে আসছে। যেমন রাষ্ট্রীয়ভাবে কিম জং উনের বাবা কিম জং ইলের যে জীবনী রয়েছে তাতে বলা আছে পায়েকতু পর্বতের চূড়াতে তার জন্ম। অনেক ইতিহাসবিদের মতে তার জন্ম রাশিয়ায়।