নির্বাচনী প্রচারণার সহিংসতায় ব্রিটেনের উদ্বেগ
ঢাকার উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন ঘিরে সন্ত্রাস ও সহিংস ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ব্রিটেন। একই সঙ্গে বাংলাদেশের সিটি করপোরেশন নির্বাচনে সহিংসতামুক্ত ও ভয়ভীতিহীন পরিবেশ সৃষ্টির জন্য সবগুলো রাজনৈতিক দল, আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট নির্বাচনী কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে দেশটি।
ব্রিটেনের পক্ষে ঢাকায় নিযুক্ত হাইকমিশনার রবার্ট ডব্লিউ গিবসন মঙ্গলবার দুপুরে গণমাধ্যমে বার্তা পাঠিয়ে এমন তথ্য দেন।
গণমাধ্যমে পাঠানো বার্তায় রবার্ট ডব্লিউ গিবসন বলেন, ‘গত দুই সপ্তাহে সিটি করপোরেশন নির্বাচনের প্রচারণা চলাকালে সংঘটিত সহিংস ঘটনাগুলো গভীরভাবে পর্যবেক্ষণ করছে ব্রিটেন। নির্বাচনী প্রচারণায় সংঘটিত এমন সহিংসতা উদ্বেগজনক।’
বার্তায় রবার্ট ডব্লিউ গিবসন আরও বলেন, ‘সহিংসতামুক্ত ও ভয়ভীতিহীন নির্বাচনী প্রচারণার পরিবেশ নিশ্চিতে রাজনৈতিক দল, আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট নির্বাচনী কর্তৃপক্ষের যথাযথ দায়িত্ব পালনের উপর জোর দেওয়া প্রয়োজন। যেন ভোটাররা তাদের ভোটাধিকার নির্বিঘ্নে প্রয়োগ করতে পারেন।’