ইমিগ্র্যান্টদের নিয়ে কটাক্ষ
সান কলামিস্ট কেটি হপকিন্সকে বরখাস্তের দাবীতে স্বাক্ষর অভিযান
ইতালির ল্যাম্পেডুসা দ্বীপের দক্ষিণে লিবিয়ার জলসীমায় রোববার প্রায় ৭শ মাইগ্রেন্ট নিয়ে একটি জাহাজ ডুবির ঘটনার পর ইমিগ্র্যান্টদের নিয়ে কটাক্ষ করে ‘ককরোচ’ অর্থাৎ তেলাপোকার সঙ্গে তুলনা করেন দৈনিক সানের কলামিস্ট কেইটি হপকিন্স। সানে তার কলামটি প্রকাশের সঙ্গে সঙ্গে এ নিয়ে হৈচৈ পড়ে যায় মূলধারার মিডিয়া এবং মানবাধিকার সংগঠনগুলোর মধ্যে। এরপর কেইটি হপকিন্সকে সান থেকে বহিস্কারের দাবীতে ক্যাম্পেইন শুরু হয়। চ্যাঞ্জ ডট অর্গ নামে একটি ওয়েব সাইট ‘রিমোভ কেটি হপকিন্স এস এ কলামিস্ট’ শিরোনামে এ ক্যাম্পেইনের জন্য স্বাক্ষর সংগ্রহ করছে। অনলাইনে এ স্বাক্ষর অভিযান শুরুতে প্রায় ১৮ ঘন্টার মধ্যে প্রায় ৮ হাজার মানুষ তাকে স্বাক্ষর করেন। দু’শ হাজার স্বাক্ষর সংগ্রহের লক্ষ্য এ ক্যাম্পেইনের। ইতোমধ্যে প্রায় ৩৭ হাজারের বেশি স্বাক্ষর সংগ্রহ হয়েছে। ককরোচ কেটি হপকিন্সকে বরখাস্তের দাবীতে নিচের অনলাইন পিটিশনে স্বাক্ষর করার জন্য আহ্বান জানিয়েছেন ক্যাম্পেইনাররা।
https://www.change.org/p/the-sun-newspaper-remove-katie-hopkins-as-a-columnist