কানাডার জাতীয় পুরষ্কারে ভূষিত বাংলাদেশি বংশোদ্ভূত মনোয়ার
সমাজ সেবামূলক কাজের অবদানের স্বীকৃতিস্বরুপ কানাডার জাতীয় পুরষ্কারে ভূষিত হয়েছেন বাংলাদেশি বাংশোদ্ভূত কানাডিয়ান মনোয়ার খান। গত ১৪ এপ্রিল দেশটির রাজধানী অটোয়ার রিডেউ হলে আয়োজিত এক উৎসবে ’গর্ভনর জেনারেলস কেরিং কানাডিয়ান এওয়ার্ড’টি তোলে দেন গভর্নর ডেভিড জনস্টন।
মনোয়ার খান আলবার্টার একজন সরকারি চাকুরিজীবি। ২০১২ সালের ডিসেম্বর মাস থেকে তিনি সহিংস ও নিপীড়নের বিরুদ্ধে প্রচারণা চালিয়ে আসছেন। তিনি সবাইকে উৎপীড়নের বিরুদ্ধে অবস্থান নেবার জন্য সামাজিক সচেতনতা তৈরিতে নেতৃত্ব দিচ্ছেন।
তিনি সামজিক আন্দোলনের পক্ষে আলবার্টায় আটটি র্যালি করেছেন। আর তাতে এডমনটন ও লেথব্রিজ এর মেয়ররাও সমর্থন যুগিয়েছেন।
পুরষ্কার প্রাপ্তির অনুভূতিতে খান বলেন, ‘কানাডার গভর্নন জেনারেল এ পুরষ্কার দ্বারা আমাকে সম্মানিত করেছেন। আমি এ পুরষ্কারে আমার পরিবার,বন্ধু ও আলবার্টার সব ইতিবাচক পরিবর্তনকামী মানুষদের অংশীদার করলাম।