নিউ ইয়র্কে মুসলিম বিদ্বেষ উসকে দিলেন এক বিচারক

USAএবার নিউ ইয়র্কে মুসলিম বিদ্বেষ উসকে দিলেন খোদ এক বিচারক। এক রুলিংয়ে তিনি বলেন, নিউ ইয়র্কের প্রতিটি বাসে একটি বিতর্কিত বিজ্ঞাপন বহন করতে হবে যে বিজ্ঞাপনের মর্মার্থ হলো “মুসলিমরা ইহুদিদের নিধন করছে”।
তবে বিজ্ঞাপনটির বিরোধীতা করেছে নিউ ইয়র্কের মেট্রোপলিটন যানবাহন কর্তৃপক্ষ। তাদের যুক্তি- বিজ্ঞাপনটি সন্ত্রাস আর সহিংসতা উসকে দিতে পারে।
তবে এই যুক্তি প্রত্যাখ্যান করে বিচারক জন কোয়েল্ট বলেছেন, বিজ্ঞাপনটি প্রকাশের অধিকার সংবিধান কর্তৃক স্বীকৃত এবং এটা বাক-স্বাধীনতার অংশ।
শিকাগো ও সান ফ্রান্সিসকোতে এরই মধ্যে বিজ্ঞাপনটি গণপরিবহনে প্রদর্শন শুরু হয়েছে।
বিজ্ঞাপনে একজন ভয়ঙ্কর দর্শন ব্যক্তিকে হুমকি দেয়ার ভঙ্গিতে দেখানো হয়েছে যার মাথা ও মুখমণ্ডল স্কার্ফে মোড়া। পাশেই একটি উদ্ধৃতি- যেটি নেয়া হয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের প্রতি ইঙ্গিত করে – এমন একটি মিউজিক ভিডিও থেকে। উদ্ধৃতিতে বলা হয়েছে ‍”ইহুদি হত্যা ইবাদত যেটা আমাদের স্রষ্টার নিকটবর্তী করে।”
বিজ্ঞাপনে প্রশ্ন করা হয়েছে : ‍”এটা ওদের জিহাদ। আপনার কোনটি?”
বিচারক কোয়েল্ট আরও বলেন, যে বিজ্ঞাপন শিকাগো ও সান ফ্রান্সিসকোতে সহিংসতা উসকে দেয়নি, সেটা নিউ ইয়র্কে সহিংসতা ছড়াবে- এটা যুক্তিসঙ্গত নয়।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button