ব্রিটেনে গ্রেপ্তার ওয়াল স্ট্রিটের ভারতীয় ‘প্রতারক’
মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান প্রায় ‘চার কোটি মার্কিন ডলার আত্মসাৎকারী’ এক ব্যক্তি ব্রিটেনে গ্রেপ্তার হয়েছেন। ২০১০ সালের ওয়াল স্টিট ‘ফ্লাশ ক্রাশ’ এ তার হাত ছিল বলে ধারণা করা হয়। অভিযুক্তের নাম নবীন্দর সিং সারও। যুক্তরাষ্ট্রের বিচারবিভাগ শেয়ার বাজারে কালোবাজারিসহ একাধিক প্রতারণা মামলায় তাকে অভিযুক্ত করেছে। পুলিশ তাকে গত পাঁচ বছর যাবত খুঁজছিল।
যুক্তরাষ্ট্রের দুর্নীতি নিয়ন্ত্রক সংস্থার অভিযোগ সারাও অবৈধভাবে প্রায় চার কোটি ডলারের সম্পদ গড়েছেন।
পশ্চিম লন্ডনের হাউনস্লোতে স্কটল্যান্ড ইয়ার্ডের হাতে ধরা পড়েন নবীন্দর সিং সারাও। এ সময় তিনি কম্পিউটারে প্রোগ্রামিং-এর সাহায্যে কৃত্রিমভাবে শেয়ার বাজারের দর ওঠানামা করাচ্ছিলেন।
তাকে বুধবার ওয়েস্টমিনিস্টারের ম্যাজেস্ট্রেটের সামনে উপস্থাপন করে আনুষ্ঠানিকভাবে তার বিচারিক প্রক্রিয়া আরম্ভ হবে।
মূলত হাই স্পিড ট্রেডিং বা ‘ত্বরিৎ ক্রয়বিক্রয়’ প্রকল্পের অধীনে বেচাকেনা করে অংশীদারদের প্রতারিত করতেন সারাও।