ডিএসই কর্মকর্তাদের প্রশিক্ষণ দিচ্ছে নাসডাক

nasdq_dseইনফরমেশন টেকনোলজি (আইটি) বিভাগসহ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রশিক্ষণ দিচ্ছে যুক্তরাষ্ট্রের নাসডাক ও ওএমএক্স স্টক এক্সচেঞ্জ। দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) নতুন ওয়েব বেইজড ট্রেডিং সফটওয়্যার সিস্টেমের (নাসডাক ওএমএক্স এক্সট্রিম) ওপর এ প্রশিক্ষণ দেয়া হচ্ছে। সোমবার সকাল ১০ থেকে এ প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ‘দুই দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হবে। নাসডাক ওএমএক্স স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক/প্রধান নির্বাহী কর্মকর্তাসহ (সিইও) ৩ জন প্রতিনিধি এ কর্মশালায় অংশ নিয়েছেন।’
তিনি বলেন, ‘ডিএসই’র আইটি বিভাগসহ সবাইকে নাসডাক ওএমএক্স এক্সট্রিমে নতুন ওয়েব বেইজড ট্রেডিং সফটওয়্যার সিস্টেম সম্পর্কে প্রেজেন্টেশন দেয়া হবে। গত বছর নাসডাকের সঙ্গে এ সংক্রান্ত বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী এ কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে।’

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button