ব্রিটেনে যাজিকা হওয়ার প্রবণতা বেড়েছে

ব্রিটেনে যাজিকা বা নান হওয়ার প্রবণতা গত পঁচিশ বছরের মধ্যে এখন সবচেয়ে বেশি বেড়েছে।
ইংল্যান্ড ও ওয়েলসের ক্যাথলিক চার্চ জানিয়েছে, নারীদের মধ্যে যাজিকা হওয়ার আগ্রহ ১৯৯০ সালের পর এখন সবচেয়ে বেশি।
২০০৯ সালেও যেখানে মাত্র পনেরো জন যাজিকা হতে আগ্রহী ছিলেন, ২০১৪ সালে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৫জনে। এদের ১৪ জনেরই বয়স ৩০ বছরের নীচে।
চার্চ বলছে, সংস্কৃতির ফারাকের কারণেই নারীরা ধর্মের প্রতি ঝুঁকছে।
ন্যাশনাল অফিস ফর ভোকেশনের সিস্টার ক্যাথি জোনস বলেছেন, পঞ্চাশ বছর আগের অবস্থানে আমরা আর কখনোই ফিরে যাবনা, যখন ক্যাথলিক সংস্কৃতি ভিন্ন ধরণের ছিল।
পরিসংখ্যানে দেখা যায়, ১৯৮০ সালে প্রতিবছর অন্তত ৮০জন নারী যাজিকা হতেন। কিন্তু পরবর্তীতে এই সংখ্যা কমতে শুরু করে। তবে ২০০৪ সাল থেকে এই সংখ্যা আবার বাড়তে শুরু করে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button