শ্রমিকদের স্বার্থ রক্ষায় বাংলাদেশ সরকার ব্যর্থ

Marshaপোশাক শ্রমিকদের স্বার্থ রক্ষায় বাংলাদেশ সরকার ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট। রানা প্লাজা ট্রাজেডির দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
বার্নিকাট বলেন, তৈরি পোশাক খাতের শ্রমিকরা ইউনিয়ন গঠনের চেষ্টা করতে গেলে তাদেরকে হুমকি দেয়া হয়েছে, পেটানো হয়েছে। কিন্তু বাংলাদেশ সরকার এ সব কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অনেক ক্ষেত্রেই ব্যর্থ হয়েছে। দুই বছর আগের রানা প্লাজার আর্তনাদ এখনো থামেনি উল্লখ করে তিনি বলেন, শুধুমাত্র অনিরাপদ ভবন রানা প্লাজা ট্রাজেডির অন্যতম কারণ নয়, ওই শ্রমিকদের মত প্রকাশের স্বাধীনতা ছিল না।
মার্কিন রাষ্ট্রদূত বলেন, সমগ্র বিশ্ব তাকিয়ে আছে বাংলাদেশ সরকারের দিকে যাতে তারা বিশ্বকে দেখাতে পারে যে তারা পোশাক খাতের এই সকল নারী পুরুষ শ্রমিকদের অন্যতম মৌলিক শ্রম অধিকারের নিশ্চয়তা দিয়েছে। তারা একটি ইউনিয়ন গঠন করবে কিনা সেই সিদ্ধান্ত নেয়ার অধিকার, ইউনিয়নের নেতা নির্বাচন এবং মালিকপক্ষের সাথে সমষ্টিগতভাবে দর-কষাকষি করার অধিকার শ্রমিকদের থাকতে হবে।
বাংলাদেশ সরকার ইতিমধ্যে শ্রমিকদের অধিকার রক্ষায় বিভিন্ন পদক্ষেপ নেয়া শুরু করেছে। শ্রম ও কর্ম সংস্থান মন্ত্রণালয় তিনশ’-র বেশি ইউনিয়নকে নিবন্ধন করেছে এবং একটি অনলাইন নিবন্ধন প্রক্রিয়া তাদের ওয়েবসাইটে (http://dife.gov.bd/tradeunion/) যুক্ত করেছে। আমরা এই প্রচেষ্টাকে সাধুবাদ জানাই। কিন্তু আরো কাজ বাকী রয়ে গেছে।
তিনি বলেন, দু’বছর আগের সেই মর্মান্তিক দিনে আমরা যারা রানা প্লাজা থেকে আর্তনাদ শুনতে পেয়েছিলাম তা এখনো শুনতে পাচ্ছি। ভোক্তা, শিক্ষার্থী সমাজ, শ্রমিকপক্ষ এবং পাশাপাশি ব্র্যান্ড এবং ক্রেতারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। তৈরি পোশাক খাতের শ্রমিকরা যাতে তাদের প্রাপ্য অধিকার ও নিরাপত্তা উপভোগ করতে পারে তা নিশ্চিত করতে অঙ্গীকারাবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button