ব্রিটেনে ভোটের জন্য রেজিস্ট্রিভুক্ত ২০ লাখেরও বেশি লোক

UK Voteব্রিটেনে ভোটের জন্যে রেজিস্ট্রিভুক্ত হলো ২০ লাখেরও বেশি লোক। আগামী মাসে দেশটিতে অনুষ্ঠিত হচ্ছে সাধারণ নির্বাচন। এ উপলক্ষে গত মাসে ২০ লাখেরও বেশি লোক রেজিস্ট্রিভুক্ত হলো। সোমবার সরকারি পরিসংখ্যান থেকে এ কথা জানা গেছে। নির্বাচন কমিশন বলছে, গত ১৬ মার্চ থেকে রোববার পর্যন্ত ২০ লাখ ৮ হাজার লোক রেজিস্ট্রিভুক্ত হয়েছে। এর মধ্যে ১৯ লাখ তাদের রেজিস্ট্রেশন কাজ সম্পন্ন করেছে অনলাইনে। বাকিরা কাগজের মাধ্যমে রেজিস্ট্রেশন কাজ শেষ করে। অনলাইনে যারা রেজিস্ট্রিভুক্ত হয়েছে তাদের মধ্যে ৫ লাখ ৭০ হাজারের বয়স ১৬ থেকে ২৪ বছরের মধ্যে। কিশোর-কিশোরীরা ১৬ বছর বয়সেই ভোটের জন্যে রেজিস্ট্রিভুক্ত হতে পারে। কিন্তু তারা ভোট দিতে পারবে ১৮ বছর বয়সে। নির্বাচন তত্ত্বাবধান ও পর্যবেক্ষণকারী স্বাধীন সংস্থা নির্বাচন কমিশন রেজিস্ট্রেশনের জন্য বিভিন্ন সামাজিক নেটওয়ার্কে প্রচারণা চালায়। ব্রিটেনে আগামী ৭ মে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে বলে ধারণা করা হচ্ছে। ফলে একটি ঝুলন্ত পার্লামেন্ট হওয়ারও সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button