৬০ লাখ পাউন্ডে বিক্রি টিপু সুলতানের যুদ্ধসামগ্রী
ব্রিটিশ আমলে ভারতের মহীশুরের রাজা হায়দার আলির ছেলে টিপু সুলতানের ৩০টি যুদ্ধসামগ্রী নিলামে ৬০ লাখ পাউন্ডে বিক্রি হয়েছে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৭২ কোটি টাকা।
২১ এপ্রিল লন্ডনে বনহ্যামস ইসলামিক অ্যান্ড ইন্ডিয়ান আর্ট সেল নামে একটি প্রতিষ্ঠান এই নিলামের আয়োজন করেছিল। সুলতানের অস্ত্রগুলোর বাঁট ছিল বাঘের মাথা অঙ্কিত ও মণিমুক্তো খচিত। সব জিনিস মোট ৬০ থেকে ৮০ লাখ পাউন্ডে বিক্রি হতে পারে বলে ধারণা করা হয়েছিল। মহীশুরের শেষ সুলতান ছিলেন টিপু সুলতান।
তিনি বাঘের ছবি নিয়ে শত্রুদের সঙ্গে নিজের রাজ্যের স্বাধীনতা রক্ষা করার জন্য লড়াই করেন। ব্রিটিশদের বশ্যতা তিনি কখনও স্বীকার করেননি। তাদের বিরুদ্ধে লড়াই করতে করতে শেষে প্রাণ দেন। তার নামই হয়ে গিয়েছিল ‘বাঘ’। বনহ্যামস ইসলামিক অ্যান্ড ইন্ডিয়ান আর্ট সেলের এক কর্মকর্তা বলেন, ‘এটা খুবই আনন্দের বিষয়। আমরা এত টাকা পেয়ে খুবই খুশি। আমরা আসলে বিশ্বব্যাপী সবার কাছেই কৃতী ওই যোদ্ধার ব্যবহার করা জিনিসপত্র দেখার সুযোগ করে দেওয়ার উদ্দেশ্যে এগুলো নিলামে তুলেছি।’