দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প : নিহত ৩
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার দুপুর সোয়া বারোটার দিকে ভূমিকম্পে ঘরবাড়ি কেঁপে ওঠে। এক মিনিটেরও বেশি সময় স্থায়ী হয় ভূমিকম্প। এসময় মানুষ আতঙ্কিত হয়ে রাস্তায় নেমে আসে। প্রথমবার ভূমিকম্পের মাত্র অাধা ঘণ্টার পর পৌনে একটার দিকে আবারো ভূমিকম্প অনুভূত হয়। তবে এর তীব্রতা ছিল অপেক্ষাকৃত কম।
ভূমিকম্পে বিকেল সোয়া তিনটা পর্যন্ত সারাদেশে ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঢাকায় বেশ কয়েকটি ভবন হেলে পড়ার খবর পাওয়া গেছে। এছাড়া দেশের বিভিন্ন স্থানে বাউন্ডারি ওয়াল ও ছাদ ধসে পড়ার খবর পাওয়া গেছে। তাছাড়া তাড়াহুড়া করে ভবন থেকে বের হতে গিয়ে বিভিন্ন স্থানে আহত হওয়ার খবরও খবর পাওয়া গেছে।
ইউএস জিওলোজিক্যাল সার্ভে জানিয়েছে, উৎপত্তিস্থলে ভূমিকম্পের মাত্রা ছিল ৭.৯। ভূমিকম্পের উৎপত্তিস্থল নেপালের লমজাং শহরের কাছে। তবে বাংলাদেশ ও ভারতেও বেশ বড় ধরনের কম্পন অনুভূত হয়।