ইউনাইটেডের অভ্যন্তরীণ রুটের ফ্লাইট শুরু
পাইলটদের ধর্মঘটের কারণে তিন দিন ফ্লাইট বন্ধ থাকার পর শুক্রবার সন্ধ্যা থেকে অভ্যন্তরীণ রুটের ফ্লাইট চলাচল শুরু করেছে বেসরকারি বিমান পরিবহন সংস্থা ইউনাইটেড এয়ারওয়েজ।
এক মাসের বেতন বকেয়া থাকায় গত বুধবার সকাল থেকে ইউনাইটেড এয়ারওয়েজের কয়েকজন পাইলট ধর্মঘট শুরু করেন। এতে অভ্যন্তরীণ ও আন্তজার্তিক রুটের সব ফ্লাইট বন্ধ হয়ে যায়।
পাইলটরা কর্মবিরতি থেকে সরে না আসায় বাইরে থেকে পাইলট এনে শুক্রবার সন্ধ্যা ৬টায় ঢাকা-যশোর রুটে ফ্লাইট পরিচালনা করা হয় বলে ইউনাইটেড এয়ারওয়েজের এজিএম (মার্কেটিং অ্যান্ড পিআর) কামরুল ইসলাম জানান।
তিনি বলেন, শনিবার চট্টগ্রাম থেকে জেদ্দার আন্তর্জাতিক ফ্লাইট চালানো হবে। এছাড়াও অভ্যন্তরীণ রুটে ঢাকা থেকে চট্টগ্রাম, সৈয়দপুর ও যশোরের ফ্লাইটগুলোও যথাসময়ে ছাড়বে।