বাংলাদেশের অর্থনীতিতে ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ পুরস্কৃত হল ইউনাইটেড এয়ারওয়েজ
প্রবাসী বাংলাদেশীদের প্রতিষ্ঠান “সেন্টার ফর নন-রেসিডেন্ট বাংলাদেশী” বাংলাদেশের অর্থনীতিতে ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ পুরস্কৃত করল ইউনাইটেড এয়ারওয়েজকে। ইউনাইটেড এয়ারওয়েজের পক্ষ থেকে কোম্পানির সিনিয়র এ্যাডভাইজার জনাব সৈয়দ আব্দুল মুক্তাদির, বাংলাদেশ ব্যাংকের মাননীয় গভর্নর ডঃ আতিউর রহমান, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মি. ড্যান মজিনা, জনাব কাজী আকরাম উদ্দিন আহমেদ প্রেসিডেন্ট, এফবিসিসিআই, জনাব সবুর খান, প্রেসিডেন্ট, ডিসিসিআই ও সেন্টার ফর এনআরবি-র কাছ থেকে গত ১৭ আগস্ট এক অনাড়ম্বর অনুষ্ঠানে এ্যাওয়ার্ড গ্রহণ করেন। এ্যাওয়ার্ড প্রদান করেন সেন্টার ফর নন-রেসিডেন্স বাংলাদেশী ।
এছাড়াও ইতিপূর্বে অভ্যন্তরীন রুটে অভাবনীয় সফলতার জন্য দেশের কাগজ বিজনেস এ্যাওয়ার্ড-২০০৭, বেগম রোকেয়া শাইনিং পারসোনালিটি এ্যাওয়ার্ড-২০০৭, অভ্যন্তরীন ও আঞ্চলিক রুটে সফলতার জন্য অর্থকণ্ঠ বিজনেস এ্যাওয়ার্ড- ২০০৮, ২০১১, ২০১২, ২০১৩ বিজনেস এক্সপ্রেস বিজনেস এ্যাওয়ার্ড-২০০৯, ইবিএল-মনিটর অভ্যন্তরীন এয়ারলাইন অব দ্যা ইয়ার-২০১০ ও ২০১২, এনআরবি ইনভেস্টমেন্ট অব দ্যা ইয়ার-২০১০, বিজনেস এশিয়া বিজনেস এ্যাওয়ার্ড-২০১২, মিরর এভিয়েশন বিজনেস এ্যাওয়ার্ড-২০১৩-এ ভূষিত হয়েছিল।