যুক্তরাষ্ট্রে পুলিশ হেফাজতে কৃষ্ণাঙ্গের মৃত্যু, সপ্তাহব্যাপী কারফিউ
যুক্তরাষ্ট্রের বাল্টিমোর শহরে পুলিশি হেফাজতে গুরুতর জখম হয়ে কৃষ্ণাঙ্গ এক ব্যক্তির মৃত্যুর পর দাঙ্গা ছড়িয়ে পরায় সপ্তাহব্যাপী কারফিউ ঘোষণা করা হয়েছে। শহরে জরুরি অবস্থাও জারি করা হয়েছে। বিবিসি এ খবর জানিয়েছে। ফ্রেডি গ্রে নামের ২৫ বছর বয়সী কৃষ্ণাঙ্গ এক তরুণকে পুলিশি হেফাজতে থাকাকালীন মেরুদণ্ডের আঘাত নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়। এক সপ্তাহ কোমায় থাকার পর ১৯ এপ্রিল তিনি মারা যান। সোমবার ফ্রেডি গ্রের শেষকৃত্যকে কেন্দ্র করে শহরে দাঙ্গা ছড়িয়ে পড়ে। পুলিশের সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষের খবর পাওয়া গেছে। তাতে ১৫ জন পুলিশ আহত হয়েছে।
শহরে লুটপাট ও ভাংচুরের ঘটনা ঘটেছে। বেশ কটি ভবনে আগুন জ্বলতে দেখা গেছে। পুলিশ বিক্ষোভকারীদের উপর কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে।বহু বিক্ষোভকারী গ্রেফতার হয়েছেন বলে জানা যাচ্ছে।
ফ্রেডি গ্রে পুলিশি হেফাজতে কিভাবে এত গুরুতর জখম হলেন সে বিষয়টি তদন্ত করে দেখছে দেশটির বিচার বিভাগ। ছয়জন পুলিশ কর্মকর্তাতে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
১৯৬৮ সালে আততায়ীর গুলিতে মার্কিন কৃষ্ণাঙ্গ নেতা মার্টিন লুথার কিং নিহত হওয়ার পর যে দাঙ্গা দেখা দিয়েছিল সেই সময়ের পর এটিই সবচেতে বড় দাঙ্গা।
সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রে শ্বেতাঙ্গ পুলিশের হাতে বেশ কয়েকজন নিরস্ত্র কৃষ্ণাঙ্গের মৃত্যুর পর দেশটির পুলিশ প্রশাসন বর্ণবাদী আচরণ করছে বলে ব্যাপক নিন্দা হয়েছে।