ঘরে বসেই এইচআইভি টেস্টের কিট বিক্রি শুরু

HIV self testing kitঘরে বসে এইচআইভি টেস্টের কিট বিক্রি শুরু হয়েছে যুক্তরাজ্যে। এর মাধ্যমে ১৫ মিনিটেই জানা যাবে শরীরে এইচআইভির জীবাণু আছে কিনা। এক ফোঁটা রক্ত পরীক্ষা করলেই জানা যাবে এন্টিবডির লেভেল কি? তবে বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন পরীক্ষায় এইচআইভি পজিটিভ হলে এব্যাপারে নিশ্চিত হতে চিকিত্সকের শরণাপন্ন হওয়ার। তিন মাসের অধিক কাল আগে যাদের দেহে জীবাণু ঢুকেছে মূলত তাদেরই জন্য এই কিট।
আশা করা হচ্ছে এরফলে এইডসের জীবাণু বহন করছেন কিন্তু রোগ শনাক্ত হয়নি এমন লোকের সংখ্যা এখন কমে যাবে। শুরুতেই  ধরা পড়লে অনেক জটিলতা এড়ানো সম্ভব। কোন কোন ক্ষেত্রে চিকিত্সার মাধ্যমে রোগ সংক্রমণ ঠেকানো সম্ভব। এ্ইচআইভি পরীক্ষার এই কিট তৈরি করেছে বায়ো সিওর  ইউকে নামে একটি কোম্পানি। অনলাইনেও কেনা যাবে এই কিট। বাসায় বসে স্ট্রিপের মাধ্যমে যেভাবে গর্ভধারণের পরীক্ষা করা হয় সেভাবেই করা যাবে এটি। আঙ্গুলের ডগা থেকে নেয়া একফোঁটা রক্ত দেয়ার পর যদি স্ট্রিপে দু’টি লালচে বেগুনি দাগ দেখা যায় তবে ধরে নিতে হবে এইচআইভি পজিটিভ।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button