আইপ্যাডের অ্যাপে ত্রুটির কারণে ফ্লাইট বিভ্রাট
আইপ্যাডের ত্রুটিপূর্ণ একটি অ্যাপের কারণে আমেরিকান এয়ারলাইন্সের ডজন-খানেক বিমান উড্ডয়নের পর ফিরে আসতে বাধ্য হয়েছে। বুধবার বিমানগুলো রানওয়ে থেকে টেক অফ করার পর পাইলট ও কো-পাইলটের ব্যবহার করা আইপ্যাডের অ্যাপগুলোতে ত্রুটি ধরা পড়ে এবং সেগুলো কাজ করা বন্ধ করে দেয়। ফলে বিমান সংস্থাটির কয়েক ডজন বিমানকে আবার পূর্বের এয়ারপোর্টেই ফিরে আসতে হয়।
২০১৩ সাল থেকে বিমান সংস্থাটির বিমানগুলোর ককপিটে কাগজের বদলে আইপ্যাডের বিশেষ একটি অ্যাপ ব্যাবহার করা শুরু হয়। আমেরিকান এয়ারলাইন্সের হিসাব অনুযায়ী কাগজের পরিবর্তে আইপ্যাড ব্যবহারের ফলে বছরে কোম্পানিটির ১.২ মিলিয়ন মার্কিন ডলার সাশ্রয় হয়।
ফ্লাইট বিভ্রাটের পর যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করে কোম্পানিটি জানিয়েছে তারা বিষয়টি তদন্ত করে দেখছেন। ফ্লাইটগুলো ফিরে আসার পর এয়ারপোর্টের ওয়াই-ফাই এর সাহায্যে অ্যাপের ত্রুটি সারানোর পরই বিমানগুলো আবার তাদের যাত্রা শুরু করে।