ইংল্যান্ডে চলছে ভোটারদের নজর কাড়া ও মন জয়ের যুদ্ধ

সাধারণ নির্বাচনের আর মাত্র সাত দিন বাকি। ইংল্যান্ডে রাজনৈতিক দলগুলোর মধ্যে চলছে ভোটারদের নজর কাড়া ও মন জয়ের যুদ্ধ। সেই যুদ্ধের অংশ হিসেবে নতুন এক কৌশল রপ্ত করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ও ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির নেতা ডেভিড ক্যামেরন। ব্রিটিশ ভারতীয় ভোটারদের মন জয় করতে তিনি নাকি দরকারি কিছু হিন্দি ভাষা শিখে ফেলেছেন।
আসন্ন ভোট উপলক্ষে হিন্দিভাষী ভোটারদের কী বলতে চান, বুধবার এই প্রশ্নটি ক্যামেরনকে করেছিলেন এনডিটিভির প্রতিনিধি রাহুল জোগলেকার। উত্তরে ক্যামেরন বলেন, ‘ফির এক বার ক্যামেরন সরকার’ (ক্যামেরন সরকার আরেকবার দরকার)।
এক দিন আগে ক্যামেরনের কনজারভেটিভ পার্টি একটি হিন্দি গানও প্রকাশ করেছে। গানটির শিরোনাম ‘আসমান নিলা হ্যায়’ (আকাশ নীল)। যথাসম্ভব, দলটির লোগোর রঙের সঙ্গে মিল রেখে এমন গান বেঁধেছেন কনজারভেটিভ নেতারা।
ধারণা করা হচ্ছে ৭ মে অনুষ্ঠিতব্য সাধারণ নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হবে ক্যামেরনের কনজারভেটিভ পার্টি ও এড মিলিব্যান্ডের লেবার পার্টির মধ্যে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button