চট্টগ্রামে মহাকবি আল্লামা ইকবালের মৃত্যুবার্ষিকী পালন
২২ এপ্রিল বিকেলে নগরের গোলপাহাড়স্থ এক হোটেলে ইকবাল-নজরুল ফাউন্ডেশনের উদ্যোগে দার্শনিক মহাকবি আল্লাহ ইকবালের ৭৭তম ওফাত বার্ষিকী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সভাপতি মানবাধিকার নেতা আলহাজ্জ আহমদ রহিম চৌধুরী।
প্রধান অতিথি ছিলেন প্রফেসর ড. মঈন উদ্দিন আহমদ খান। সঞ্চালনা করেন ফাউন্ডেশনের সেক্রেটারি এডভোকেট এম আবুল আব্বাস কাদেরী। আলোচক ছিলেন সাহিত্যিক মানবাধিকার নেতা মাওলানা মুহাম্মদ জহুরুল আনোয়ার, সুফী এস এম সিরাজ দৌল্লাহ, অধ্যাপক মুহাম্মদ আলাউদ্দিন, মাওলানা নিজাম উদ্দিন আশরাফী, অধ্যাপক ড. এইচ এন এম আবু বকর ও এবি ছিদ্দিক প্রমুখ।
আলোচকগণ বলেন, আল্লামা ইকবালের আদর্শে মুসলমানদের আত্মচেতনায় পুনরুজ্জীবিত হতে হবে। বিজাতীয় চেতনা চর্চা করে ইসলামী চেতনার প্রতি অনীহা সৃষ্টিতে এশটি অপশক্তি দিবারাত্রি ষড়যন্ত্র করে যাচ্ছে। এ নাজুক অবস্থা থেকে উত্তরণের জন্য স্ব স্ব অবস্থান থেকে সবাইকে ভূমিকা পালন করার আহ্বান জানান।