ব্রিটেনে তিন মেট্রিক টন কোকেন আটক
তাঞ্জানিয়ার নিবন্ধিত একটি নৌকা থেকে তিন মেট্রিক টনেরও বেশি কোকেন আটক করা হয়েছে। ব্রিটেনের একটি উপকূল থেকে কোকেনের এই চালানটি আটক করা হয়। যার মূল্য প্রায় ৭৫ কোটি ডলার। গত সপ্তাহে ব্রিটেনের নৌবাহিনী মাদকবাহী ওই নৌকার গতিরোধ করে এবং তল্লাশির জন্য স্কটল্যান্ডের একটি বন্দরে নিয়ে যায়।
ব্রিটেনের জাতীয় অপরাধ সংস্থা (এনসিএ) জানায়, ব্রিটেনের বাজারে আটক হওয়া কোকেনের মূল্য প্রায় ৭৭ কোটি ডলার। দেশটিতে আটক হওয়া এটাই এ ধরনের মাদকের সবচেয়ে বড় চালান বলে ধারণা করা হচ্ছে।
কোকেনের পাশাপাশি তুরস্কের নয় ক্রুকেও আটক করা হয়েছে। তাদের বয়স ২৬ থেকে ৬৩ বছরের মধ্যে। তাদের বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগ আনা হয়েছে।