নেপালে ভূমিকম্পের নতুন সিসিটিভি ভিডিও
নেপালে ৭.৯ মাত্রার ভূমিকম্পের বিষয়টি এখন বিশ্ববাসী সকলেরই জানা। দিন যতই যাচ্ছে সেখানে বাড়ছে লাশের মিছিল। মৃতের সংখ্যা বেড়ে ছয় হাজার ২০৪ জনে দাঁড়িয়েছে। শুক্রবার ন্যাশনাল এমার্জেন্সি অপারেশন সেন্টার একথা জানায়।
এ সেন্টারের সর্বশেষ হাল নাগাদ তথ্য থেকে জানা যায়, শনিবারের শক্তিশালী ভূমিকম্পের আঘাতে ১৩ হাজার ৯৩২ জন আহত হয়েছে।
ভূমিকম্পের ভয়াবহতার চিত্রও উঠে এসেছে বেশ কিছু ভিডিও ফুটেজে। তবে বিভিন্ন জায়গায় স্থাপন করা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে ভূমিকম্পের ভয়াবহ চিত্র। ভবন ধসে পড়ার তেমনই নতুন একটি সিসিটিভি ভিডিও এবার প্রকাশ পেয়েছে।
ভিডিওতে দেখা যাচ্ছে, প্রবলভাবে দুলে উঠছে চারপাশ, গাছপালা। এরপরই জনবহুল রাস্তার উপর ধসে পড়লো একটি ভবন। আতঙ্কিত মানুষ ছোটাছুটি করছে চারদিকে।
নেপালে আবারো ৫ মাত্রার ভূমিকম্প: ভূমিকম্পে বিধ্বস্ত নেপালে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার দেশটির খুদি থেকে ২৫ কি.মি. পূর্বে ৫ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে।
ভূপৃষ্ঠ থেকে ১০ কি.মি. গভীরে এই ভূমিকম্পের উৎপত্তি হয় বলে জানিয়েছে ইউএস জিওলজিক্যাল সার্ভে।
গত সপ্তাহের ৭.৯ মাত্রার ভূমিকম্পের পর ৬ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন।