ইউরোপের ২৮ দেশে দারিদ্র বাড়ছে

EUইউরোপীয় ইউনিয়ভুক্ত ২৮টি দেশে ক্রমবর্ধমান দারিদ্র ও সামাজিক বৈষম্যের ব্যাপারে সতর্ক করে দিয়েছে ইউরোপীয় কমিশন। কমিশনের কর্মকর্তা মেরিয়েন থাইসেন বলেছেন, গত কয়েক বছর ধরে ইউরোপীয় দেশগুলোতে দারিদ্র ও সামাজিক বৈষম্য বেড়েছে।
থাইসেন ব্রাসেলসে সাংবাদিকদের বলেছেন, ইউরোপীয় ইউনিয়নের বেশিরভাগ দেশের চিত্র একই রকম। এসব দেশে বেকার সংখ্যা বেড়ে গেছে উদ্বেগজনক হারে।
সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত তথ্যচিত্রে দেখা গেছে,  ইউনিয়নের ২৮টি দেশের দুই কোটি ৩৭ লাখ মানুষ বর্তমানে বেকারত্বের অভিশাপে ভুগছে। এ ছাড়া,  ইউরোপের ১২ কোটি মানুষ অর্থাৎ ওই মহাদেশের মোট জনসংখ্যার চারভাগের একভাগ হয় দারিদ্র অথবা দারিদ্রের ঝুঁকির মধ্যে রয়েছে।
এদিকে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট জন-ক্লোড জাঙ্কার কর্মসংস্থান সৃষ্টি করার লক্ষ্যে ৩১,৫০০ কোটি ইউরো সংগ্রহের চেষ্টা করছেন। কিন্তু এ পর্যন্ত হাতে গোনা কয়েকটি দেশ তার ফান্ড তৈরির প্রচেষ্টায় সাড়া দিয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমআএফের অর্থনীতিবিদরা জাঙ্কারের এ প্রকল্পে ঠাণ্ডা পানি ঢেলে দিয়েছেন। তারা বলছেন, উচ্চাকাঙ্ক্ষী এ পরিকল্পনায় কাঙ্ক্ষিত সাফল্য পাওয়া যাবে কিন তার কোনো গ্যারান্টি নেই।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button