ওমরাহ পালন করেছেন ৪৮ লাখ মানুষ

Makkahশাবান মাসের শেষ দিন গত মঙ্গলবার পর্যন্ত ৪৮ লাখ মানুষ ওমরাহ পালন করেছেন। একজন সিনিয়র সরকারি কর্মকর্তা এ তথ্য জানান। হজ্ব বিষয়ক উপমন্ত্রী ও মন্ত্রণালয়ের মুখপাত্র হাতেম আল কাজী বলেন, ৪৫ লাখ ওমরাহ পালনকারী ইতোমধ্যে নিজ নিজ দেশে ফিরে গেছেন। আমাদের এখানে এখন মাত্র ৩ লাখ ওমরাহ পালনকারী রয়েছেন। অত্যন্ত ভিড়ের কারণে ১০ রমজানের পর আবেদনের মেয়াদ আর বাড়ানো হয়নি। হাতেম আলী কাজী বলেন, আমরা পবিত্র কা’বাঘরের তাওয়াফের স্থান ব্যাপক সম্প্রসারণের প্রকল্পকে হিসাবে ধরেছি। এ প্রকল্পের কাজ এমন বাস্তবায়িত হচ্ছে। ওমরাহ কোম্পানীগুলোর এখনো ভিসা পাওয়ার সময় আছে। যাদের ওমরাহ পালন শেষ হয়েছে তাদের চলে যেতে হবে নতুনদের জন্য জায়গা করে দিতে।
তিনি বলেন, দুই পবিত্র মসজিদের যে সম্প্রসারণ কাজ চলছে তা এ যাবতকালের মধ্যে সবচেয়ে বিশাল। বিশেষজ্ঞরা বলছেন, এ প্রকল্পের কাজ শেষ হলে এটা ৫ লাখ লোকের ধারণক্ষমতাসম্পন্ন হবে। আল কাজী বলেন, ওমরাহ কোম্পানীগুলো ওমরাহ পালনে আগতদের প্রতিশ্রুতি অনুযায়ী সেবা দেয়া হচ্ছে কি না তা নিশ্চিত করতে হজ্ব মন্ত্রণালয় ঘন ঘন পরিদর্শনের কাজ চালাচ্ছে। প্রতিশ্রুতি অনুযায়ী উপযুক্ত বাসস্থান, পর্যাপ্ত খাদ্য ও পবিত্র স্থানসমূহে যাওয়ার জন্য যানবাহনের ব্যবস্থা করা হচ্ছে কি না তা বিশেষভাবে দেখা যাচ্ছে। মাঝেমধ্যে হজ্ব মন্ত্রী নিজেও পরিদর্শনে অংশ নেন। এ সময় তার সঙ্গে থাকেন ওমরাহ বিষয়ের উপমন্ত্রী ইসারাওয়া।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button